রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

পবিপ্রবিতে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ বিষয়ে সেমিনার

পবিপ্রবি প্রতিনিধি

পবিপ্রবিতে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ বিষয়ে সেমিনার

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ শীর্ষক সেমিনার ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কৃষি যন্ত্রপাতি মেলা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৯ ডিসেম্বর) টিএসসির কনফারেন্স রুমে অধ্যাপক ড. শেখ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন বিএআরআই (ইঅজও) ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ এরশাদুল হক। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কৃষি যন্ত্রপাতি বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএআরআই (ইঅজও) এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা  ড. মো. নূরুল আমিন।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল লতিফ, পটুয়াখালীর বিএআরআই আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলিমুর রহমান, পটুয়াখালীর বিএআরআই এর সরেজমিন গবেষণা বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা  ড. এইচ এম খায়রুল বাসার।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, প্রতিনিয়ত আমাদের দেশের জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে। পক্ষান্তরে দেশের কৃষি জমির পরিমাণ কমতেছে, বিরাট জনসংখ্যার খাদ্যের চাহিদা পূরণ করে দুর্ভিক্ষের হাত থেকে বাঁচতে বড় অবদান রাখতেছে আমাদের কৃষক ও কৃষিবিদরা। 

সেমিনারের সভাপতির বক্তব্যে প্রফেসর ড. শেখ আব্দল্লাহ আল মামুন হোসেন বলেন, আমাদের দেশ কৃষি নির্ভর। আর কৃষিতে পরিপূর্ণভাবে প্রযুক্তি ব্যবহার করা হলে মেশিনারিজ পার্টস, স্পেয়ার এবং অন্য যন্ত্রপাতির কারখানা তৈরির মাধ্যমে দেশের কর্মসংস্থানের সুযোগ হবে।

উল্লেখ্য, মেলাতে প্রদর্শিত বিভিন্ন কৃষি যন্ত্রপাতি ঘুরে ঘুরে দেখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম এবং কৃষি যন্ত্রপাতির নতুন প্রযুক্তি উদ্ভাবনকারীদের মধ্যে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

টিএইচ