বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করলে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করলে ব্যবস্থা

এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় এবং পরীক্ষার কারণ দেখিয়ে প্রবেশপত্র দেয়া থেকে বঞ্চিত করা হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক আবুল বাসার স্বাক্ষরিত এক আদেশে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, পরীক্ষার্থীদের কাছ থেকে টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি আদায় এবং পরীক্ষার কারণ দেখিয়ে প্রবেশপত্র দেয়া থেকে বঞ্চিত করাসহ বিভিন্নভাবে আর্থিক সুবিধা নিচ্ছে মর্মে বিভিন্ন মাধ্যম থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে। বর্ণিত অবস্থার প্রেক্ষিতে নিম্নোক্ত নির্দেশনা প্রদান করা হলো।

‘টেস্ট পরীক্ষার নামে কোন পরীক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করা যাবে না এবং পরীক্ষার কারণ দেখিয়ে অ্যাডমিট কার্ড দেয়া থেকে বঞ্চিত করা যাবে না’। এই নির্দেশনার প্রতিপালন না করলে প্রতিষ্ঠান প্রধান এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, আগামী ৩০ জুন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

টিএইচ