বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

পাবিপ্রবিতে নিষেধাজ্ঞা সত্ত্বেও ছাত্রদলের মতবিনিময়

পাবনা প্রতিনিধি

পাবিপ্রবিতে নিষেধাজ্ঞা সত্ত্বেও ছাত্রদলের মতবিনিময়

ক্যাম্পাসে সব ধরনের রাজনীতির উপর  নিষেধাজ্ঞার  মধ্যেই পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছে ছাত্রদল। 

এ নিয়ে হতাশ সাধারণ শিক্ষার্থীরা। গত রোববার কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মাসুদুর রহমান সুমিত, যুগ্ম-সাধারণ সম্পাদক কাইয়্যুমুল হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারহান আরিফ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাবিপ্রবিতে গণসংযোগ করতে আসেন। 

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠের পশ্চিমে মুক্তমঞ্চের পাশে তারা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং দলীয় গণসংযোগ পরিচালনা করেন। তারা শিক্ষার্থীদের সামনে বক্তব্য উপস্থাপনের পাশাপাশি তাদের মধ্যে ছাত্রদলের ‘গৌরবোজ্জ্বল অতীত : সংগ্রামী বর্তমান ও আগামীর প্রতিশ্রুতি’ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ‘তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সংবলিত দুটি ছোট বই বিলি করেন।

গত রোববার কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষ্যে প্রধান ফটকের সামনে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৫০ জনের মতো নেতাকর্মী জড়ো হন। এরপর কেন্দ্রীয় নেতারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এলে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা। 

এরপর কর্মীদের মাধ্যমে কেন্দ্রীয় নেতাদের গণসংযোগের জন্য বিশ্ববিদ্যালয়ের ভেতরে পাঠিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতারা বাইরে অবস্থান নেন। প্রায় এক ঘণ্টার গণসংযোগকালে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা সাধারণ শিক্ষার্থীদের ছাত্রদল নিয়ে মতামত শোনেন ও ছাত্রদলের কর্মসূচি নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

টিএইচ