সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ফেনী কলেজে ছাত্রলীগের সভাপতি-সম্পাদক হতে ৫৯ আবেদন

ফেনী প্রতিনিধি

ফেনী কলেজে ছাত্রলীগের সভাপতি-সম্পাদক হতে ৫৯ আবেদন

ফেনী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদ পেতে বিভিন্ন পর্যায়ের ৫৯ জন তাদের জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। 

গত শনিবার জেলা ছাত্রলীগের শীর্ষ নেতারা বিষয়টি জানিয়েছেন। এর আগে গত ৫মে নির্ধারিত সময়ের মধ্যে জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মোসলেহ উদ্দিন শাকিল ও উপ-দপ্তর সম্পাদক জিতু মজুমদারের নিকট তারা জীবনবৃত্তান্ত জমা দেন।

জেলা ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহাম্মদ তপু জানান, নতুন নেতৃত্ব সৃষ্টি ও সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নির্ধারিত সময়ে সভাপতি পদে ১৭ জন ও সাধারণ সম্পাদক পদে ৩২ জন পদপ্রত্যাশী জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।

তাদের জীবনবৃত্তান্ত যাচাই-বাছাইয়ের পর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপির নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

এর আগে গত ২৪ এপ্রিল কলেজের খাজা আহমদ অডিটোরিয়ামে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ২০২২ সালের ২৫ জানুয়ারি ফেনী সরকারি কলেজে সভাপতি পদে নোমান হাবিব ও সাধারণ সম্পাদক হিসেবে সাদিয়া সুলতানা রাত্রিকে সাধারণ সম্পাদক করে ১ বছর মেয়াদে ঘোষণা করা হয়।

টিএইচ