শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

বন্যার্তদের মধ্যে বিএসএমআর মেরিটাইম ইউনিভার্সিটির ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক

বন্যার্তদের মধ্যে বিএসএমআর মেরিটাইম ইউনিভার্সিটির ত্রাণ বিতরণ

বিএসএমআর মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা, ওএসপি, এনপিপি, আরসিডিএস, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি মহোদয়ের নির্দেশনায় বিশ্ববিদ্যালয়ের একটি ত্রাণ বিতরণ টিম গত ২৩ আগস্ট ফেনীতে  বন্যা কবলিতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করে। 

ওই টিম ফেনীতে বন্যা কবলিত শর্শদী ইউনিয়নের ৫ টি আশ্রয়কেন্দ্র পরিদর্শন শেষে  ৮০০ বন্যাদুর্গত মানুষদের মাঝে খাবার, স্যালাইন এবং বিশুদ্ধ পানি বিতরণ করে এবং ফেনী পৌরসভার খাজুরিয়া এবং রামপুরা এলাকায় বন্যাদুর্গতদের মাঝে ১০০ প্যাকেট ত্রাণ বিতরণ করে। 

এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বন্যা দুর্গতদের সহায়তার জন্য ০২ (দুই) লক্ষাধিক নগদ অর্থ, শুকনা খাবার ও কাপড় সংগ্রহ করে। বিশ্ববিদ্যালয়ও আর্থিক ও ত্রাণ সহায়তা সংগ্রহ করে। বিশ্ববিদ্যালয় বন্যা দুর্গতদের সহায়তার জন্য সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ০১ (এক) দিনের বেতনের সম পরিমাণ অর্থ সংগ্রহ করে। 

বিএসএমআর মেরিটাইম ইউনিভার্সিটি বন্যায় বিপর্যস্ত মানুষদের এই দুর্যোগ মোকাবেলায় সবসময় পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ এবং আর্থিক ও ত্রাণ সহায়তা অব্যাহত রাখবে।