শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ ১৪৩১
The Daily Post

ববিতে কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠিত

ববি প্রতিনিধি

ববিতে কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠিত

ছাত্র আন্দোলনের শহিদদের স্মরণে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ইন্তিফাদা মঞ্চের উদ্যোগে দ্রোহের গান ও কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে ক্যাম্পাসের মুক্তমঞ্চে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এ অনুষ্ঠান। এসময় কবিতা, কাওয়ালী ও বিদ্রোহী গানের অনুষ্ঠানটিতে নামে ছাত্র-জনতার ঢল। 

আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় কাওয়ালী ব্যান্ড আজাদী মঞ্চের পাশাপাশি ববির ইন্তিফাদা মঞ্চ পারফরম্যান্স করে। সাধারণ শিক্ষার্থী ও বরিশালের স্থানীয় জনগণের অংশগ্রহণে কানায় কানায় ভরপুর হয়ে উঠে ববির মুক্তমঞ্চ প্রাঙ্গণ।

এ আয়োজন উপভোগ করতে আসা শিক্ষার্থী মো. বিপ্লব বলেন, দীর্ঘদিন পর ক্যাম্পাসে এধরণের আয়োজন সবার মাঝে তারুণ্যের সেই পুরোনো স্বাদ ফিরিয়ে এনেছে। এ আয়োজন ববির ইতিহাসে একটি ব্যতিক্রম আয়োজন বলা চলে।

এ আয়োজনের আয়োজক রফিকুল ইসলাম বলেন, দর্শকদের উপস্থিতি আমাদের আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলেছে। ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বড় পরিসরে করা আকাঙ্খা আমাদের রয়েছে।

টিএইচ