ছাত্র আন্দোলনের শহিদদের স্মরণে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ইন্তিফাদা মঞ্চের উদ্যোগে দ্রোহের গান ও কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে ক্যাম্পাসের মুক্তমঞ্চে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এ অনুষ্ঠান। এসময় কবিতা, কাওয়ালী ও বিদ্রোহী গানের অনুষ্ঠানটিতে নামে ছাত্র-জনতার ঢল।
আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় কাওয়ালী ব্যান্ড আজাদী মঞ্চের পাশাপাশি ববির ইন্তিফাদা মঞ্চ পারফরম্যান্স করে। সাধারণ শিক্ষার্থী ও বরিশালের স্থানীয় জনগণের অংশগ্রহণে কানায় কানায় ভরপুর হয়ে উঠে ববির মুক্তমঞ্চ প্রাঙ্গণ।
এ আয়োজন উপভোগ করতে আসা শিক্ষার্থী মো. বিপ্লব বলেন, দীর্ঘদিন পর ক্যাম্পাসে এধরণের আয়োজন সবার মাঝে তারুণ্যের সেই পুরোনো স্বাদ ফিরিয়ে এনেছে। এ আয়োজন ববির ইতিহাসে একটি ব্যতিক্রম আয়োজন বলা চলে।
এ আয়োজনের আয়োজক রফিকুল ইসলাম বলেন, দর্শকদের উপস্থিতি আমাদের আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলেছে। ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বড় পরিসরে করা আকাঙ্খা আমাদের রয়েছে।
টিএইচ