মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ১৪ মাঘ ১৪৩১
The Daily Post

ববিতে ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ববি প্রতিনিধি

ববিতে ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আঞ্চলিক কেন্দ্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান (খ) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় মোট উপস্থিতির হার ছিল ৯৩ দশমিক ৪৩ শতাংশ।

শনিবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষাটি সম্পন্ন হয়।

এ সময় ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী, ট্রেজারার অধ্যাপক ড. মো. মামুন আর রশিদসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

উল্লেখ্য, এ বছর ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে ১ লাখ ২৫ হাজার ৪১৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন। ফলে প্রতি আসনের জন্য ৪৩ জন শিক্ষার্থী লড়াই করবেন । ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৭৮৭ জন।

টিএইচ