শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

বশেমুরবিপ্রবিতে ২২ শিক্ষার্থীর ভর্তি বাতিল করায় বিপাকে শিক্ষার্থীরা

গোপালগঞ্জ প্রতিনিধি 

বশেমুরবিপ্রবিতে ২২ শিক্ষার্থীর ভর্তি বাতিল করায় বিপাকে শিক্ষার্থীরা

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২২ শিক্ষার্থীকে ভর্তি করেও আবার তাদের ভর্তি বাতিল করায় বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। 

সেই সাথে দুশ্চিন্তা ও হতাশায় পড়েছেন তাদের অভিভাবকেরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে টেকনিক্যাল কারণে তাদের ভর্তিতে সমস্যা হয়েছে। এ বিষয়ে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

বিভিন্ন কোটায় ভর্তির জন্য নির্বাচিত ২২ শিক্ষার্থী রীতিমতো বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা-পয়সা দিয়ে ক্লাস শুরু করেছিলেন। এদের মধ্যে অনেক শিক্ষার্থী অন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি বাতিল করে বশেমুরবিপ্রবি-তে ভর্তি হয়েছিলেন পছন্দের সাবজেক্ট পেয়ে।

শিক্ষার্থী ইকরা আক্তার, সাবিদুন নাহার ও সাজনান আনার চীেধুরী জানায়, ভর্তির পর ওরিয়েন্টেশন ক্লাস ছাড়াও কেউ কেউ দুই/তিন দিন মনের আনন্দে ক্লাস ও করেছিলেন। অথচ এরপর একটি ব্যক্তিগত নম্বর থেকে এসব শিক্ষার্থীদের জানানো হয় তাদের ভর্তি বাতিল করা হয়েছে। এটা নাকি টেকনিক্যাল সমস্যা। মাথায় বাজ ভেঙে পড়ে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের। 

তারা ছুটে আসেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে। কিন্তু, তারাও কোনো সদুত্তর দিতে পারেননি। ছাত্র-অবিভাবকদেরকে শুধু বলেছেন তাদের টেকনিক্যাল সমস্যার কারণে বিশ্ববিদ্যালয়ে যে কজন শিক্ষার্থী ভর্তি করার কথা তা করা হয়ে গেছে। যে কারণে তাদের ভর্তি বাতিল করা হয়েছে এবং তাদের দেয়া টাকা-পয়সা ও কাগজ-পত্র ফেরত নিতে বলা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোন কথা বলতে রাজি না হলেও ভর্তি কমিটির সাধারণ সম্পাদক ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহান টেকনিক্যাল সমস্যার কথা উল্লেখ করে বলেন, বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ তিন সদস্য বিশিষ্ট কমিটি করেছেন। সেখান থেকে কি সুপারিশ আসে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

টিএইচ