সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বাসচাপায় নাদিয়ার মৃত্যু: নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

বাসচাপায় নাদিয়ার মৃত্যু: নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজধানীর যমুনা ফিউচার পার্ক এলাকায় বাসের ধাক্কায় নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থী নাদিয়ার মৃত্যুর ঘটনায় শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে। 

সোমবার (২৩ জানুয়ারি) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া একটি মিছিল এয়ারপোর্টে আসলে পুলিশ তাদের বাধা দেয়। শিক্ষার্থীরা বাধা উপেক্ষা করে মহাসড়ক অবরোধ করে। প্রায় ঘণ্টার বেশি সময় তারা সড়ক অবরোধ করলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এরপর উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোর্শেদ আহম্মেদের আশ্বাসে শিক্ষার্থীরা রাস্তা থেকে সরে গেলে যান চলাচল স্বভাবিক হয়। দাবি আদায়ে আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত সময় দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের কর্মসূচি স্থগিত রাখেন।

এর আগে শিক্ষার্থী নাদিয়ার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ভিক্টর ক্লাসিক পরিবহনের বাসটির চালক ও তার সহকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভাটারা থানা।

টিএইচ