রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বিভিন্ন স্থানে বিদ্যালয় বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন স্থানে বিদ্যালয় বন্ধ ঘোষণা

দেশের যেসব স্থানের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এর ধারাবাহিকতায় বিভিন্ন স্থানে বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

খুলনা ব্যুরো : সর্বোচ্চ নিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামায় খুলনার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) খুলনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. অহিদুল ইসলাম ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পৃথক দুটি চিঠিতে এই নির্দেশনা দেন। অবশ্য নির্দেশনা পৌঁছানোর আগেই অনেক বিদ্যালয় ক্লাস শুরু হয়েছিলো। খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ আমিরুল আজাদ জানান, মঙ্গলবার (২৩ জানুয়ারি)সকাল ৯টায় খুলনার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। এটা চলতি বছরে সর্বনিম্ন তাপমাত্রা।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. অহিদুল ইসলাম জানান, ভোরে মোবাইলে খুদে বার্তার মাধ্যমে বিদ্যালয়গুলোর প্রধানদের বন্ধের নির্দেশনা দেয়া হয়। সকাল ১০টায় চিঠি পাঠানো হয়েছে। আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকবে। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারহানা নাজ বলেন, আমরা সকালে আবহাওয়া অধিদপ্তরের মাধ্যমে জানতে পেরেছি মঙ্গলবার (২৩ জানুয়ারি) খুলনার সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ কারণে আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের পাঠদান বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। জেলা আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বলেন, ভোর ৬ টায় খুলনার তাপমাত্রা ৯.৬ ও সকাল ৯ টায় ৯.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে আজকে আকাশে মেঘ না থাকায় সকাল ৮টা থেকেই সূর্যের দেখা মিলেছে।

গাইবান্ধা : প্রচন্ড শীতের কারণে গাইবান্ধা জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে একদিনের জন্য পাঠদান বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসায় ছুটির এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুনুর রশিদ। তিনি জানান, তীব্র এই শীতের মধ্যে শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত খুবই কষ্টকর হয়ে পড়েছে। তাছাড়া মন্ত্রণালয়ের একটি নির্দেশনা রয়েছে ১০ ডিগ্রির নিচে নামলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার। সবদিক বিবেচনা করে মঙ্গলবার (২৩ জানুয়ারি) জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখা হয়েছে। রংপুর আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান বলেন, সকালে গাইবান্ধার সর্বনিম্ন তাপমাত্রা ৯.৩ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি শীত মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। তবে চলতি সপ্তাহে উত্তরাঞ্চলের সব জেলার তাপমাত্রা আরও কমার আশংকা রয়েছে। গত ২৪ ঘণ্টা আগেও জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

ভূঞাপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলাটি যমুনা নদীর তীরবর্তী হওয়ায় এখানে ঘন কুয়াশার, শৈত্য প্রবাহ ও তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৯ টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কম থাকায় উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক  শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান। তিনি আরো বলেন- তাপমাত্রা ১০ ডিগ্রির কম থাকায় মঙ্গলবার (২৩ জানুয়ারি) উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। তাপমাত্রা বৃদ্ধি না পাওয়ায় আজ বুধবার বিদ্যালয় বন্ধ রাখা হবে। তাপমাত্রা ১০ ডিগ্রির কম থাকলে বিদ্যালয়গুলো আরো কয়েক দিন বন্ধ থাকতে পারে। জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা জানান, টাঙ্গাইলে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে চলে গেছে। এজন্য জেলার সকল মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান মঙ্গলবার (২৩ জানুয়ারি) ছুটি ঘোষণা করা হয়েছে। তাপমাত্রা স্বাভাবিক না হলে এ ছুটি বাড়তে পারে বলেও তিনি জানান।

বোয়ালমারী (ফরিদপুর) : তীব্র শৈত্য প্রবাহের কারণে ফরিদপুরে বোয়ালমারী উপজেলার সকল মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলা শিক্ষা অফিসার (ডিইও) এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ইউইও) বিষয়টি নিশ্চিত করেছেন। ফরিদপুর জেলা শিক্ষা অফিসার (ডিইও) বিঞ্চু পদ ঘোষাল  এক পত্র মারফত জানিয়েছেন, ফরিদপুরের চানমারীর প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষণ অনুযায়ী শৈত্য প্রবাহের কারণে ঊর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশনা মোতাবেক আগামী ২৪ ও ২৫ জানুয়ারি জেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে। বোয়ালমারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু আহাদ মিয়া মোবাইল ফোনে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয় বুধ ও বৃহস্পতিবার বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 

দুইদিনের বিশেষ ছুটির পর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে। সাপ্তাহিক ছুটির পর আগামী ২৮ জানুয়ারি শিক্ষা প্রতিষ্ঠানে যথারীতি শ্রেণি কার্যক্রম শুরু হবে।

টিএইচ