বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post
যৌন হয়রানির অভিযোগ

ভিকারুননিসার শিক্ষক মুরাদ হোসেনের রিমান্ড চায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক

ভিকারুননিসার শিক্ষক মুরাদ হোসেনের রিমান্ড চায় পুলিশ

শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার হওয়া ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মুরাদ হোসেন সরকারকে সাত দিনের রিমান্ডে চেয়েছে পুলিশ।

মঙ্গলবার আদালতে তুলে তার রিমান্ডের এই আবেদন করা হয়েছে বলে জানা গেছে। এর আগে সোমবার দিবাগত রাত ১২টার দিকে শিক্ষক মুরাদ হোসেনকে তার কলাবাগানের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘সোমবার সন্ধ্যায় এক তরুণীর করা নারী নির্যাতন মামলায় শিক্ষক মুরাদ হোসেন সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।’

এর আগে যৌন হয়রানির অভিযোগে এই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। সোমবার রাতে প্রতিষ্ঠানটির গভর্নিং বডি বিষয়টি নিয়ে এক অনলাইন সভা ডাকে। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিষ্ঠানটির গভর্নিং বডির একজন সদস্য এই তথ্য নিশ্চিত করেন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী বলেন, ‘অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি অধিকতর তদন্তের জন্য ঢাকা বিভাগীয় কমিশনার অফিস থেকে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।’

টিএইচ