রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ভূঞাপুরেএইচএসসি দিতে পারেনি ২২ শিক্ষার্থী

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ভূঞাপুরেএইচএসসি দিতে পারেনি ২২ শিক্ষার্থী

কলেজ কর্তৃপক্ষের জালিয়াতি ও অনিয়মের কারণে টাকা জামা দিয়েও চলতি এইচএসসি পরীক্ষা দিতে পারলো না টাঙ্গাইলের ভূঞাপুরের শমসের ফকির ডিগ্রি কলেজের ২২ শিক্ষার্থী।

এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে কান্নায় ভেঙে পড়ে অনেক শিক্ষার্থী। ঘটনার সাথে জড়িতদের শাস্তিসহ পরীক্ষায় অংশগ্রহণের দাবি তাদের।

জানা যায়, ফরম পূরণের টাকা জমা দিয়ে এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে রেখেছিলো টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার শমশের ফকির ডিগ্রি কলেজের ২২ শিক্ষার্থী। টাকা জমা দেন কলেজের বাংলা বিভাগের প্রভাষক লোকমান হোসেনের কাছে। পরীক্ষার আগের দিন শনিবার প্রবেশপত্র নিতে এসে জানতে পারে তাদের ফরম পূরণ হয়নি। পরীক্ষায়ও বসতে পারবে না তারা।

এ সময় কলেজেই বিক্ষোভ প্রদর্শন করে শিক্ষার্থীরা। রোববার সকালে পরীক্ষার কেন্দ্রে আসে ওই ২২ শিক্ষার্থী। সহপাঠীরা পরীক্ষায় অংশগ্রহণ করলেও প্রবেশপত্র না থাকায় গেটেই আটকে দেয়া হয় তাদের। ক্ষুব্ধ হয় তারা। অনেকেই কান্নায় ভেঙে পড়ে।

পরীক্ষা বঞ্চিত শিক্ষার্থীরা বলেন- টাকা দেয়ার পরেও কেন আমাদের ফরম পূরণ হলো না। আমাদের বন্ধুরা পরীক্ষা দিচ্ছে কিন্তু আমার দিতে পারছি না। কেন আমাদের সাথে এমন করা হলো। ঘটনার সাথে জড়িতদের শাস্তিসহ পরীক্ষায় অংশগ্রহণের জোর দাবি জানাচ্ছি।

অতিরিক্ত ফি আদায় ও জালিয়াতির বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি কলেজের অধ্যক্ষ আক্তারুজ্জামান।

এদিকে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন ভূঞাপুরের উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ।

টিএইচ