বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১
The Daily Post

মাদরাসা শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে ববিতে বিক্ষোভ

ববি প্রতিনিধি

মাদরাসা শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে ববিতে বিক্ষোভ

ঢাকায় ছয় দফা দাবিতে আন্দোলনরত ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বিক্ষোভ সমাবেশ হয়েছে। 

সোমবার (২৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এই সমাবেশ হয়। এসময় ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণসহ শিক্ষকদের ৬ দফা দাবি মেনে নেয়ার দাবি জানান শিক্ষার্থীরা। 

ববি শিক্ষার্থী জাহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তৃতা দেন, ভূমিকা সরকার, মাসুম বিল্লাহ, শহিদুল ইসলাম শাহেদ, সিরাজুল ইসলাম, রাকিব আহমেদ প্রমুখ। ববি শিক্ষার্থী ভূমিকা সরকার বলেন, যৌক্তিক দাবি আদায়ের কথা বলার অধিকার প্রত্যেক নাগরিকেরই আছে। সেই অধিকার থেকেই শিক্ষকরা সরকারের কাছে তাদের দাবি জানিয়েছিল। 

কিন্তু পুলিশ আন্দোলনরত শিক্ষকদের ওপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। যা জনগণের সঙ্গে স্বৈরাচারী আচরণ। তাই অবিলম্বে হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের মধ্যদিয়ে দিয়ে দাবি আদায় করা হবে বলে জানান তিনি।

টিএইচ