সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

রাজশাহীতে ৫ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে ৫ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

ছুটির দিনে বিশেষ আদালত বসিয়ে রাজশাহীর পাঁচ এইচএসসি পরীক্ষাকে জামিন দেয়া হয়েছে। শনিবার (৩ আগস্ট) সকাল ১০টায় রাজশাহীর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে তিন শিক্ষার্থী আতিফ আহনাফ অরণ্য (১৬), মোহাম্মদ রাব্বি (১৫) ও রাকিবুর রহমানের (১৬) জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে রাজশাহীর অতিরিক্ত সিএমএম মো. শফিউল আলম তিন শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেন।

ওই পাঁচ শিক্ষার্থীর আইনজীবী পারভেজ তৌফিক জাহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। আইনজীবী জাহেদী জানান, জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষ বা প্রসিকিউশন থেকে কোনো আপত্তি করা হয়নি।  

শনিবার (৩ আগস্ট) রাজশাহীর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে তিন এইচএসসি পরীক্ষার্থীর জামিন শুনানি হয়। পরে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৃথকভাবে আরও দুই শিক্ষার্থীর জামিন শুনানি হয়। শুনানি শেষে রাজশাহীর দুই আদালতের বিচারকরা পাঁচ এইচএসসি পরীক্ষার্থীর পৃথক জামিন মঞ্জুর করেন। 

আদালত সূত্র আরও জানায়, আতিফ আহনাফ অরণ্য ও মোহাম্মদ রাব্বিকে গত ১৮ জুলাই আটক করে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় আরএমপির মতিহার থানা পুলিশ। অন্যদিকে রাকিবুর রহমানকে গ্রেপ্তার করেন আরএমপির বোয়ালিয়া থানা পুলিশ। রাকিবুর রহমানের বাড়ি বাগমারায়। অন্য দুই শিক্ষার্থীর বাড়ি রাজশাহী মহানগরীর কাটাখালী এলাকায়। 

এদিকে বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অপর দুই শিক্ষার্থী ইমরান ফারহাত (১৬) ও সৌরভ আলির (১৬) জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হাদিউজ্জামান দুই শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেন। জানা গেছে, গত ২০ জুলাই এই দুই শিক্ষার্থীকে নিজ নিজ বাড়ি থেকে আটক করে রাজশাহীর গোদাগাড়ী থানা পুলিশ। পরে একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়। 

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের দায়িত্বে থাকা রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মির্জা ইমাম উদ্দিন জানান, আদালতের জামিননামা রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পৌঁছানোর পর পাঁচ শিক্ষার্থীকে আইনজীবী ও পরিবারের জিম্মায় দুপুরের পর মুক্তি দেয়া হয়েছে। 

টিএইচ