শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post
বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তির সুযোগ দাবি

শাহাবাগে শিক্ষার্থীদের থানা ঘেড়াও কর্মসূচি পন্ড

মো. সোহাগ বিশ্বাস

শাহাবাগে শিক্ষার্থীদের থানা ঘেড়াও কর্মসূচি পন্ড

দুই শিক্ষার্থী গ্রেপ্তারের প্রতিবাদে শাহাবাগে সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ পুলিশের সতর্ক অবস্থানের কারণে পন্ড হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বার ভর্তির দাবিতে সাধারণ শিক্ষার্থীরা বেশকিছু দিন ধরেই আন্দোলন করে আসছে। 

রোববার (২৯ জানুয়ারি) সকালে শিক্ষার্থীরা থানা ঘেরাও কর্মসূচি পালন করবে এমন খবরের ভিত্তিতি সকাল ৯টা থেকেই বিপুল পরিমাণে পলিশ অবস্থান নেয় শাহাবাগ মোড়ে।

এরপর বেলা ১১টায় টিএসসি থেকে শিক্ষার্থীদের একটি দল মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে আসলে পুলিশি বাধায় শাহাবাগে দাড়াতে না পেরে আবার টিএসসির দিকে অগ্রসর হয়। এ সময় শাহাবাগ থানার গেট বন্ধ ছিল। এসময় শিক্ষার্থীরা আলভী ও সানির নিঃশর্ত মুক্তি চেয়ে বিক্ষোভ করে।

এর আগে গত ২৩ জানুয়ারি প্রেস ক্লাবে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনে শাহাবাগ থানার ওসিসহ ডিসির বিরুদ্ধে অভিযোগ করেন শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা গ্রেপ্তার আতংকের কথাও বলেছিলো। তার কয়েকদিন পরই গ্রেপ্তার করা হলো আন্দোলনের সমন্বয়ক আলভী ও সানিকে।

শাহাবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর মোহাম্মাদ বলেন, রাষ্ট্রপতির প্রোগ্রাম থাকার কারনে আমারা অবস্থান নিয়েছি।

টিএইচ