বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১
The Daily Post

সাত কলেজের স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত: ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’

নিজস্ব প্রতিবেদক

সাত কলেজের স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত: ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’

রাজধানীর সরকারি সাত কলেজের জন্য পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। নতুন এই বিশ্ববিদ্যালয়ের নাম ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নির্ধারণ করা হয়েছে।

রোববার বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) সাত কলেজের শিক্ষার্থীদের ৩২ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রতিনিধি দলের শিক্ষার্থীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নাম নিয়ে বিভক্ত মতামত ছিল। তাদের মধ্যে ১৭ জন ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সি’ নামের পক্ষে ছিলেন, অন্যরা ‘ফেডারেল ইউনিভার্সিটি’ নাম প্রস্তাব করেন। পরে ইউজিসির পরামর্শে শিক্ষার্থীরা নিজেরা আলোচনা করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে একমত হন।

এর আগে, গত ১৩ মার্চ ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক মো. জামাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাত কলেজের জন্য স্বতন্ত্র প্রতিষ্ঠানের কাঠামো নির্ধারণ এবং নামকরণের বিষয়ে মতবিনিময় সভার ঘোষণা দেওয়া হয়।

উল্লেখ্য, বর্তমানে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ এবং সরকারি বাঙলা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ফলে এই সাত কলেজ স্বতন্ত্র প্রশাসনিক কাঠামোর অধীনে পরিচালিত হবে।

টিএইচ