বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সারা দেশে বই বিতরণ উৎসব পালিত

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে বই বিতরণ উৎসব পালিত

আড়ম্ব্বরপূর্ণ আয়োজনে সোমবার (১ জানুয়ারি) দেশের বিভিন্ন স্থনে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। ইংরেজি নতুন বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। প্রতিনিধিদের পাঠানো খবর—

রাজবাড়ী : রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসাবে বই উৎসবের উদ্বোধন করেন, জেলা প্রশাসক আবু কায়সার খান। বছরের প্রথম দিনে বিদ্যালয়টির ১ হাজার ২৬০ জন ছাত্র নতুন বই পেয়ে আনন্দ ও উচ্ছাস প্রকাশ করে। পরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসবে যোগ দিয়ে ১ হাজার ২৪৮ জন ছাত্রীর হাতে নতুন বই তুলে দেন অতিথিরা। এছাড়া জেলার অন্য শিক্ষা প্রতিষ্ঠানেও শিক্ষার্থীদের নতুন বই দেয়া হয়েছে। এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহাগ হোসেন, জেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিবর রহমান, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাসসহ ছাত্র ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। এ বছর রাজবাড়ীতে ১৪ লাখ শিক্ষার্থী নতুন বই পাচ্ছে।

কুড়িগ্রাম : কুড়িগ্রাম ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩৭৯ জন কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্য বই তুলে দেন কুড়িগ্রাম ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহসভাপতি ও দৈনিক আমার সংবাদ এর জেলা প্রতিনিধি মো. সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন-কুড়িগ্রাম পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর খোরশেদ আলম আপেল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোখশানা বেগম লিপি, সহকারী শিক্ষক আল মোস্তা গাউস্, মাঈদুল ইসলাম মিঠু, লুৎফুন নাহার, আঞ্জুমান আরা, নুর নাহার বেগম, হাসু আরা, আয়েশা সিদ্দিকাসহ অভিভাবকরা।

খুলনা ব্যুরো : খুলনার দৌলতপুর মহসীন বালিকা বিদ্যালয়ে ছাত্রীদের মধ্যে নতুন বই বিতরণ করা হয়। এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মফিজুর রহমান হিরুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক অধ্যাপক শেখ হারুনুর রশীদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খানজাহান আলী থানা মাধ্যমিক শিক্ষা অফিসার রুমানা ইয়াসমিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম ও অন্য আমন্ত্রিত অতিথিরা।

ঝালকাঠি : ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বই উৎসব উদ্বোধন করেন প্রধান অতিথি ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। এবারে ঝালকাঠি জেলায় বিভিন্ন স্তরের ১ হাজার ৪৭টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ১৫ লাখ ২৪ হাজার ৪৭৩টি বই বিতরণ করা হবে। ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউনুছের সভাপতিত্বে বই উৎসবে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল, ঝালকাঠি জেলা শিক্ষা অফিসার মো. সিদ্দিকুর রহমান। 

বরিশাল : নগরীর বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে নতুন বছরের বই বিতরণ কার্যক্রম শুরু হয়। এ উৎসবে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. শওকত আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের উপ-পরিচালক আনোয়ার হোসেন ও সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবা হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা। এরপর সকাল ১১টায় জেলা প্রশাসকের উপস্থিতিতে নগরীর মুকুল স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করা হয়। জানা গেছে, গোটা বরিশাল বিভাগে প্রাথমিক-মাধ্যমিক, ইবতেদায়ি-দাখিল, ভোকেশনাল-কারিগরি পর্যায়ে বিভাগের ৬ টি জেলায় ১৪ লাখ ৮৭ হাজার ২৮৩ জন শিক্ষার্থীর মধ্যে ১ কোটি ৪৯ লাখ ৩৩ হাজার ১৭৬ টি পাঠ্যবই বিতরণ করা হবে। একই পরিবেশ ছিল বরিশাল জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে। 

দিনাজপুর: ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের (বাংলা স্কুল) শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক মো. নেজামুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য প্রশান্ত রায় চৌধুরী জুন, মো. ওয়াহেদুল রহমান ওহেদ, সহকারী প্রধান শিক্ষক মো. দেলওয়ার হোসেন, সহকারী শিক্ষক মো. আকতারুল ইসলাম রাঙ্গা, মাওলানা ওহেদুজ্জামান। সঞ্চালকের দায়িত্ব পালন করেন। সিনিয়র সহকারী শিক্ষক শাহ্ আলম। সভাপতির বক্তব্যে স্কুলের প্রধান শিক্ষক মো. নেজামুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের পড়াশুনা ও ফলাফল সাফল্য পায় শিক্ষকদের, অভিভাবকদের ও শিক্ষার্থীদের সমন্বয়ে। সে কারণেই আমরা শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে চেষ্টা করে যাচ্ছি।

বাগেরহাট : শহরের বাগেরহাট সরকারি বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে বেলুন উড়িয়ে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন। এসময়, পুলিশ সুপার আবুল হাসনাত খান, জেলা শিক্ষা অফিসার মো. ছায়েদুল হক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহ আলম, সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কৃষ্ণ হালদারসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন জেলা প্রশাসকসহ অতিথিরা। এর আগে শহরের বাসাবাটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ অতিথিরা। বাগেরহাটের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ২৩ লাখ ৩৫ হাজার ৩৬০টি বই বিতরণ করা হয়। এর মধ্যে প্রাথমিকে ৭ লাখ ২৭ হাজার ৩৫৯টি এবং মাধ্যমিক পর্যায়ে ১৬ লাখ ৮ হাজার ১টি বই বিতরণ করা হয়েছে। তবে মাধ্যমিক পর্যায়ে ২১ লাখ ৫১ হাজার ৭৭৮ টি বইয়ের চাহিদা ছিল, সে অনুযায়ী মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা চাহিদার ৭৫ শতাংশ বই পেয়েছেন। জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন জানান, ২০২৪ সালে বাগেরহাটের ৯টি উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে একযোগে বই বিতরণ করা হয়েছে। 

খাগড়াছড়ি : মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে বই বিতরই উৎসব অনুষ্ঠানে মাটিরাঙ্গা পৌরমেয়র ও মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. শামছুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলেদেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী। একই দিনে মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যানিকেত ও মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়, মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে নতুন বছরের নতুন বই শিক্ষার্থীদের হাতে  তুলেদেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী। মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শশাঙ্কর ত্রিপুরা লিটনের সঞ্চালনায় মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল আলম সিরাজী, মাটিরাঙ্গা উপজেলা রিসোর্চ ইন্সট্রাক্টার মো. আজগর হোসেন, মাটিরাঙ্গা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অনুপম শীল, মাটিরাঙ্গা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অংহ্লাপ্রু মারমা, মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. শরিফুল ইসলাম বিদ্যুৎ, মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো.সলিম উল্ল্যা, মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো.হাবিবুর রহমান খানসহ অভিভাবক, শিক্ষার্থীরা  বিশেষ  উপস্থিত ছিলেন। মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল আলম সিরাজী বলেন, উপজেলার ৯০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়,ও ২৪টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ৮০ হাজার  ১১০ বিনামূল্যে পাঠ্যপুস্তক বই বিতরণ করা হয়েছে। 

মৌলভীবাজার : মৌলভীবাজার আলি আমজাদ সরকারি উচ্চ বিদ্যালয় ও কালেক্টরেট স্কুল এন্ড কলেজ বই বিতরণ করেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক প্রভাংশু সোম মহান, জেলা শিক্ষ অফিসার মো. ফজলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল, উপজেলা নির্বাহী অফিসার নাসরিন চৌধুরী, শিশু বিষায়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ। এদিকে হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ করেন করেন পৌরমেয়র মো. ফজলুর রহমান। জেলা শিক্ষা কর্মকর্তা মো. ফজলুর রহমান জানিয়েছেন মৌলভীবাজারের সাত উপজেলায় ৪১৩টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট শিক্ষার্থী ২ লাখ ৭৫ হাজার ১৭৯ জন। এবার ২৯ লাখ ৫৩ হাজার ৩৭৫টি বই বিতরণ করা হবে। এবং আগামী এক সপ্তাহের মধ্যে জেলার সব শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেয়া হবে। জেলা প্রশাসক জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতে নতুন বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে পড়াশোনায় মনোনিবেশ করতে পারে, সে লক্ষ্যে তিনি এই যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। 

নাটোর : নাটোরে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলোতে পাঠ্য বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এবার নতুন বছরে আড়াই হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ৪ লাখ শিক্ষার্থীর হাতে ৩২ লাখ সাত হাজার বই তুলে দেয়া হচ্ছে। এ উপলক্ষ্যে নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো. সাহাদুজ্জামান। অতিথিরা পরে নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজে বই বিতরণ কার্যক্রমে যোগদান করেন। পরে প্রাথমিকের শিক্ষার্থীদের সঙ্গে নতুন বইয়ের আনন্দ ভাগাভাগি করে নিতে অতিথিরা শহরের বড়হরিশপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়েও উপস্থিত হন। জেলা শিক্ষা অফিসার মো. সাহাদুজ্জামান জানান, জেলার ৪৭০টি মাধ্যমিক পর্যায়ের স্কুলে ২ লাখ ১৭ হাজার ৯১ জন শিক্ষার্থীর হাতে ২৩ লাখ ৮৮ হাজার বই পৌঁছে দেয়ার কার্যক্রম গতকাল থেকে শুরু হয়েছে। এরমধ্যে ব্রেইল পদ্ধতি, ইংরেজী ভার্সন, এবতেদায়ী, দাখিল, দাখিল ভোকেশনাল, এসএসসি ভোকেশনালসহ ষষ্ঠ থেকে দশম শ্রেণির বই রয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. গোলাম নবী জানান, প্রাথমিকের শিক্ষার্থীরা ৮ লাখ ১৯ হাজার বই পাবে। এরমধ্যে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বাংলা ভার্সনে ৭ লাখ ৮৯ হাজার ৭৫০টি, ইংরেজী ভার্সনে ২ হাজার ২৪৭টি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষাক্রমে ১৪৪টি এবং প্রাক প্রাথমিকের জন্যে ২৭ হাজার নতুন বই। 

পাবনা : পাবনা জেলা স্কুল চত্বরে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পাবনা জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান। এ বছর পাবনায় মাধ্যমিকে ৩ লাখ ৪৩ হাজার ৪৩৮ জন ও প্রথমিকে ৩ লাখ  ৮১ হাজার ৬৩৫জন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হবে। যার কার্যক্রম গতকাল প্রথমদিন থেকে শুরু হয়েছে। পাবনা জেলায় ১ হাজার ১৩৬টি প্রাথমিক বিদ্যালয় এবং ৫২৩টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। বই উৎসব অনুষ্ঠানে জেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

ভূঞাপুর (টাঙ্গাইল) : উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দেয়া হয়। নতুন বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থীরা। এসময় গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- বিদ্যালয়র প্রধান শিক্ষক খন্দকার মোহাম্মদ আলী, উপজেলা সহকারি শিক্ষা অফিসার রেজাউল করিম,  প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান মফিজ, গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য ইউসুফ আলী সরকার, আমিন মন্ডল, বাবলু মন্ডল, সেলিনা খাতুনসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও অবিভাবকরা উপস্থিত ছিলেন। 

চাঁদপুর : চাঁদপুর শহরসহ সারা দেশে প্রাথমিকে বই বিতরণ উৎসব  অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক ও ষষ্ঠ-সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা প্রথম দিনেই সব বই হাতে পেয়েছে। চাঁদপুর জেলায় অনুষ্ঠিত বই বিতরণ উৎসবে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান, জেলা শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন, চাঁদপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকতসহ অন্যরা। জেলায় প্রাথমিক পর্যায়ে প্রায় ১২ লাখ ৩৬ হাজার এবং মাধ্যমিক পর্যায়ে প্রায় ২২ লাখ ৫০ হাজার নতুন বই বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

ভালুকা (ময়মনসিংহ): উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ওই বই উৎসব অনুষ্ঠিত হয়। বই বিতরণপূর্ব আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদুল আহমেদের সভাপতিত্বে ও ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খন্দকার মোস্তাক আহাম্মেদ জুয়েলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার সৈয়দ আহমেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মাছুমা সুলতানা খানম, ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমীন মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার দেলুয়ার হোসেন, ইলিয়াস কাঞ্চন, জান্নাত আরা, মাকছুদা খাতুন, রিপন চন্দ্র সরকার, শাহনাজ ফারজানাসহ বিভিন্ন স্কুল প্রধান ও অন্য কর্মকর্তা-কর্মচারীরা। শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলায় মোট ৩৬২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৯ হাজর ৮২৪ জন শিক্ষার্থীর মাঝে মোট ৩ লাখ ৪ হাজার এবং ১০৪টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৩৫ হাজার শিক্ষার্থীর মধ্যে ৬ লক্ষাধিক বই বিতরণ করা হয়েছে।

ডামুড্যা (শরীয়তপুর) : উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের  মাঠে  অনুষ্ঠিত ‘বই বিতরণ উৎসব’ এর মাধ্যমে এ বই বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন, ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বের আলম, আলমগীর হোসেন মাঝি, ডামুড্যা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ। বিশেষ অতিথি ছিলেন, ডামুড্যা উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুজ্জামান খান, উপজেলা শিক্ষা অফিসার জালাল উদ্দীন, সহকারী শিক্ষা অফিসার নজরুল ইসলাম, কনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্ছু মাদবর, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যরা। 

ফুলবাড়ী (কুড়িগ্রাম) : ফুলবাড়ী জছিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম, ফুলবাড়ী থানার ওসি প্রাণকৃষ্ণ দেবনাথ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমানসহ আরো অনেকে। অপরদিকে বাংলাদেশের সাবেক ছিটমহল দাসিয়ারছড়ার শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসায় বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন- অর  রশিদ, শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসার সুপার শাহনুর আলমসহ আর অনেকে। উপজেলায় মাধ্যমিক শিক্ষা স্তরে নতুন বইয়ের চাহিদা ছিল ২০০১০০ টি। ষষ্ঠ শ্রেণি থেকে  অষ্টম শ্রেণি পর্যন্ত ২৭৯৫ শিক্ষার্থীদের মাঝে ৭৭১৪৫ টি বই বিতরণ করা হয়েছে।

কাশিয়ানী (গোপালগঞ্জ) : কাশিয়ানীতে উৎসবমূখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুজ্জামান। উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে নতুন বই তুলে দেয়া হয়েছে। জানাগেছে, কাশিয়ানী উপজেলার ১৭১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫০টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়। কাশিয়ানী প্রেস ক্লাবের সভাপতি ও অত্র মাদ্রাসার সভাপতি মুন্শী ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহ্ফুজা বেগম, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার দাস, কাশিয়ানী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নিজামুল আলম মোরাদ, অধ্যক্ষ মাওলানা মো. মুজিবুর রহমান,সহকারি অধ্যাপক মো. সুলতানুল আলম খান সাংবাদিক মো. শহিদুল আলম মুন্না প্রমুখ।

কলারোয়া (সাতক্ষীরা) : উপজেলা শিক্ষা কর্মকর্তা এইচ এম রোকনুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বই বিতরণ উৎসব অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে তাদের হাতে নতুন বই তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথি ছিলেন কলারোয়া পৌরমেয়র মনিরুজ্জামান বুলবুল।
উপজেলা শিক্ষা কর্মকর্তা এইচএম রোকনুজ্জামান জানান, প্রথম দিনে উপজেলা পর্যায়ে সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনসহ মোট ১৪৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৫ হাজার ৫০০ জন শিক্ষার্থীর মধ্যে প্রায় ১ লাখ ৩০ হাজার বই বিতরণ করা হয়েছে। প্রাথমিক স্তরে কোন বইয়ের ঘাটতি নেই বলে জানান তিনি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি, সদস্যরা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

চরফ্যাসন (ভোলা) : চরফ্যাসন টাউন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নতুন বই তুলে দেওয়া হয়েছে। ৫ শতাধিক শিক্ষার্থীর মধ্যে নতুন শ্রেণির নতুন বই তুলে দিতে বিদ্যালয় মাঠে বই উৎসবের আয়োজন করা হয়। বই উৎসবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান তুহিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন আখন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দিন, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু জাহের ভূইয়া, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র প্রমুখ। পরে অতিথিরা উপস্থিত শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন । এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

শাহজাদপুর (সিরাজগঞ্জ): উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে শাহজাদপুর  ইব্রাহীম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ বই বিতরণ উৎসবের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। উপজেলা নির্বাহী কর্মকতা কামরুজ্জামানের সভাপতিত্বে বই বিতরণ উৎসবে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ লিয়াকত, এলিজা খান, প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুস ছালেক, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আয়শা আক্তার, সহকারি শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, ইব্রাহীম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক । এছাড়া স্কুলের শিক্ষক ও অন্যরা উপস্থিত ছিলেন।

ত্রিশাল (ময়মনসিংহ) : ত্রিশাল সরকারি নজরুল একাডেমি হলরুমে পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ। নজরুল একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী সিদ্দিক, উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহনাজ পারভীন, সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম, নজরুল একাডেমি সিনিয়র শিক্ষক হারুনুর রশিদ, ত্রিশাল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিমসহ আরো অনেকেই। 

পলাশবাড়ী (গাইবান্ধা) : পৌরশহরের পলাশবাড়ী সুতি মাহমুদ মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে সরকারি পাঠ্যবই বিতরণের মধ্যদিয়ে উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণ উৎসব উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। সুতি মাহমুদ মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের পরিচালনার কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ আলমগীর হুসেন, অত্র প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বারী সরকার ও প্রধান শিক্ষক (অব.) সুশীল চন্দ্র সরকার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক আই.ম মিজানুর রহমান। পরে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে পৌরশহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান, উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা. আনোয়ারা বেগম, উপজেলা শিক্ষা অফিসার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. বেল্লাল হোসেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. রবিউল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান দোলন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেদার রহমান ছাড়াও শিক্ষার্থী অভিভাবকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

নান্দাইল (ময়মনসিংহ): নান্দাইল উপজেলার ১৭৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ নিবন্ধিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা ও কিন্ডারগার্টেন স্কুলগুলোতে বই উৎসব পালিত হয়েছে। তারই ধারাবাহিকতায় উপজেলার ৫নং গাংগাইল ইউনিয়নের ৪৩নং নান্দাইল রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন নান্দাইল সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমিনুল ইসলাম। এ সময় অত্র বিদ্যালয়ের প্রথম শ্রেণি হতে ৫ম শ্রেণি পর্যন্ত কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়। এ সময় অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক তৌফিকুল ইসলাম রতন, সিনিয়র শিক্ষিকা ফয়জুন্নেছা রেবা, শিক্ষক শফিক মোস্তফা, রোকশানা শিরিন, মুকসুদুন্নাহার, শাহানাইয়ার ফ্লোরাসহ অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।  

রাজস্থলী (রাঙ্গামাটি) : রাজস্থলী উপজেলায় শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হচ্ছে। আ.লীগ সরকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের তাদের মাতৃভাষায় অধ্যায়নের জন্য চাকমা, মারমা, ত্রিপুরা ভাষার বই শিক্ষার্থীদের মধ্যেও বই বিতরণ করছে। পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ ইরফান উদ্দিন আহমেদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, সাংবাদিক আজগর আলী খান, শিক্ষা অফিসার তাজুরুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার আবদুল করিমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

বেলকুচি (সিরাজগঞ্জ): সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বেলকুচিতে বই উৎসব পালিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নতুন পাঠ্য বই তুলে দেয়ার মধ্য দিয়ে শুভ সুচনা করেন। বেলকুচির ৩২টি স্কুল ৯ মাদ্রাসায় ২ লাখ ৯৯ হাজার বই বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বেলকুচি প্রেস ক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ।

পত্নীতলা (নওগাঁ): উপজেলা প্রশাসনের আয়োজনে নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ইউএনও টুকটুক তালুকদারের সভাপতিত্বে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল গাফফার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, উপজেলা শিক্ষা অফিসার মোখলেসুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ প্রমুখ। এদিন উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি নির্দেশনার আলোকে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। 

আটঘরিয়া (পাবনা) : আটঘরিয়া উপজেলা প্রায় দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব পালিত হয়। এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাহারুল ইসলাম। উপজেলা সদরের দেবোত্তর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, দেবোত্তর কবি বন্দে আরী মিয়া উচ্চ বিদ্যালয় এবং আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ও কয়রাবাড়ি উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই উৎসব উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি এ.এইচ.এম ফখরুল হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহজাহান আলী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আয়েশা খাতুন, আটঘরিয়া সাংবাদিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিয়া, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মোত্তালিবসহ শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক, ম্যানেজিং কমিটির সভাপতি ও গন্যমান্য ব্যক্তিরা। 

রাজিবপুর (কুড়িগ্রাম) : উপজেলার রাজিবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে নতুন বছরের প্রথম দিন বই উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানভির আহমেদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি আব্দুল হাই সরকার ও অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী ও অভিভাবকসহ শিক্ষার্থীরা। অনুষ্ঠানে সভাপত্বি করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু বকর সিদ্দিক। অনুষ্ঠানে ছাত্রীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করে বিনামূল্যে বই বিতরণ করেন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে। 

রাণীশংকৈল (ঠাকুরগাঁও): উপজেলার ২২ নং বাহের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাংলাগড় দাখিল মাদ্রাসায় এ উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জাহিরুল ইসলাম , বিশেষ অতিথি ৭নং রাতোর ইউপি সদস্য এরশাদ আলী ও প্রধান শিক্ষক নিবারণ রায়। এসময় বিদ্যালয়ের কর্মরত শিক্ষক, শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকরাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সালথা (ফরিদপুর): সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয়। সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খায়রুল বাসারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. আনিছুর রহমান বালী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর নূর আলম মিয়া, বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আক্কাস আলী, ওবায়দুর রহমান, আলমগীর মিয়া, আঞ্জুমান আরা মেরী, সিরাজুল ইসলাম প্রমুখ। এছাড়াও অভিভাবকরাসহ অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

চৌহালী  (সিরাজগঞ্জ) : উপজেলায় শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হচ্ছে। সরজমিনে দেখা গেছে চৌহালী সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আদর্শ বিদ্যালয়ে নতুন বই পেতে শীতকে উপেক্ষা করে সকাল সকাল স্কুলে উপস্থিত হন শিক্ষার্থীরা।  চৌহালী সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শাহজাহান মিয়ার সঞ্চালনে প্রধান অতিথি হয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান শিক্ষার্থীদের মধ্যে নতুন  পাঠ্যপুস্তক বিতরণ করেন। এ সময় ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরাগসাহ, থানার ওসি শ্যামল কুমার দত্ত,  অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাব্বির আহমেদ সিফাত, শিক্ষা অফিসার নুর মোহাম্মদ, নির্বাচন অফিসার আব্দুল বাতেন, পিআইও হেকমত আলী,  চৌহালী আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল হাসান জুয়েল ও শিক্ষক হুমায়ুন কবীর প্রমুখ।

বেড়া (পাবনা) :  উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক অফিস সূত্রে জানা যায়, এবার এ উপজেলায় প্রাথমিকের সরকারি ও বেসরকারি মিলে ১৮২টি শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি, বেসরকারি মিলে ৫০টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ২০২৪ শিক্ষাবর্ষের নতুন পাঠ্য পুস্তক বিনামূল্যে বিতরণ করা হয়েছে। বেড়া সরকারি বি বি হাই স্কুল, বেড়া এম এ হাই স্কুল ও বেড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন বেড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মোরশেদুল ইসলাম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মিজানুর রহমান, এসএমসির সভাপতি মো. আতিকুর রহমানসহ অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

কয়রা (খুলনা) : উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম। আরো বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আযাদ, ইউএনও পত্নী ফারিয়া আনজুম নিপা, ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, এম আবু খালিদ, ইসলামুল ইসলাম মিঠু, ভূধর চন্দ্র মন্ডল, প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা, প্রধান শিক্ষক খায়রুল আলম, মোস্তফা সহিদ সরোয়ার প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, ছাত্র ছাত্রী ও সুধীজনেরা উপস্থিত ছিলেন। অনুরূপ উপজেলার ৭টি ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসায় বই বিতরণ অনুষ্ঠান উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে।    

টিএইচ