মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
The Daily Post

২য় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দিতে জবি শিক্ষার্থীদের গণ অনশনের ডাক

জবি প্রতিনিধি 

২য় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দিতে জবি শিক্ষার্থীদের গণ অনশনের ডাক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর ও অস্থায়ী আবাসনের দাবিতে ‍‍`গণ অনশন‍‍` কর্মসূচির ডাক দিয়েছেন শিক্ষার্থীরা।

আগামী রবিবার (১২ জানুয়ারি) সকাল নয়টা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এ কর্মসূচি শুরু করবেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গণ অনশনের ব্যানার প্রকাশসহ ব্যাপক প্রচার প্রচারণা দেখা গেছে৷ দ্বিতীয় ক্যাম্পাস ও অস্থায়ী আবাসন নিশ্চিতে সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না পাওয়া পর্যন্ত এ কর্মসূচি পালন করবে বলে জানান শিক্ষার্থীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আতিকুর রহমান তানজিল লিখেছেন,  দাবি আদায়ের লক্ষ্যে জবিয়ানরা জবির ইতিহাসে সর্ববৃহৎ আন্দোলনও করেছে। জবি প্রশাসনের আশ্বাসের প্রতি আস্থা রেখে শিক্ষার্থীরা আন্দোলন বন্ধ করে আল্টিমেটাম দিয়ে রাখলেও প্রশাসন দৃশ্যমান কাজ করতে ব্যর্থ হয়েছে। তাই আমাদের প্রশাসন আমাদেরই আস্থা হারিয়েছে।প্রশাসনের সাথে আর লিয়াজোঁ নয়।

ফেরদৌস শেখ নামে আরেক শিক্ষার্থী বলেন, বিপ্লব পরবর্তী আমাদের ২০ হাজার শিক্ষার্থীর প্রাণের দাবি দ্বিতীয় ক্যাম্পাস ও আবাসন সংকট সমাধানের জন্য প্রশাসনকে যথেষ্ট সময় দিয়েছি। কিন্তু তাদের কার্যক্রমের অগ্রগতি না দেখে আমরা হতাশ। এই সরকার থাকাকালীন যদি আমাদের মৌলিক দাবি দ্বিতীয় ক্যাম্পাস ও আবাসন সংকট সমাধান করতে না পারি আর কখনোই তা সম্ভব হবে না। তাই আমাদের অধিকার আদায়ের জন্য, ২০ হাজার শিক্ষার্থীদের স্বপ্ন সেনাবাহিনীর কাছে হস্তান্তর না হওয়া পর্যন্ত আমরা অনশন কর্মসূচি চালিয়ে যাব।

সেনাবাহিনীকে ক্যাম্পাসের কাজ হস্তান্তর করতে শিক্ষা মন্ত্রণালয়ে আলোচনা সভায় উপস্থিত ছাত্র প্রতিনিধি ও জবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব বলেন, মন্ত্রণালয়ের মিটিংয়ের পর আমরা আমাদের নতুন প্রশাসনে একটা যৌক্তিক সময় দিয়েছিলাম। কিন্তু এতোদিন পার হলেও আমরা কোনো অগ্রগতি দেখতে পাইনি। পুনরায় তারা আবার চিঠি চালাচালির বিষয়টি দেখাচ্ছে। এজন্য আমরা অনশনের ঘোষণা করেছি। যতদিন না দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের চুক্তি হয় আমরা আমরণ অনশনে থাকব।

সেনাবাহিনীকে ক্যাম্পাসের কাজ হস্তান্তর করতে শিক্ষা মন্ত্রণালয়ে আলোচনা সভায় উপস্থিত আরেক ছাত্র প্রতিনিধি তৌসিব মাহমুদ সোহান বলেন, দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীর হাতে হস্তান্তরের জন্য আমরা যখন সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছিলাম গত ১২ নভেম্বর।  দুই মাস পার হলেও আমরা কোনো দৃশ্যমান অগ্রগতি পাইনি। প্রশাসন ও সচিবালয় থেকে আমাদের কোনো অগ্রগতি জানানো হয়নি। এজন্য আমরা অনশনের মত কর্মসূচি দিতে বাধ্য হয়েছি।

প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর নিকট হস্তান্তরসহ তিন দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তখন বলা হয়, জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর নিকট হস্তান্তরে বাধা নেই। এ বিষয়ে সহযোগিতা করবে মন্ত্রণালয়। তবে দুই মাস পেরোলেও দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি বলে অভিযোগ শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয় প্রশাসন সেনাবাহিনীকে প্রকল্পের কাজ হস্তান্তর করতে ইউজিসিকে চিঠি দিয়েছে। তবে ইউজিসি বলছে, এটা তাদের কাজ নয়।

টিএইচ