সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ক্ষমা চাইলেন পূজা চেরী; সিদ্ধান্ত নেবেন আজিজ

আকাশ নিবির

ক্ষমা চাইলেন পূজা চেরী; সিদ্ধান্ত নেবেন আজিজ

ঢালিউডের নতুন মুখ পূজা চেরী। মডেলিং ও শিশুশিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু হয় ‘ভালবাসার রং’ চলচিত্রের মাধ্যমে। ছবিটির প্রযোজনা করেছিলেন বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। এরপর তাকে নিয়ে প্রধান নায়িকা চরিত্রে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ ‘পোড়ামন-২’ ছবির ঘোষণা দেন।

এর আগেও কলকাতা বাংলায় একটি যৌথ প্রযোজনার ছবি করলেও সেটি সাফল্যের মুখ দেখেননি। তবে তখন নবাগত সিয়ামের বিপরীতে ‘পোড়ামন-২’ ছবিটি দর্শক জনপ্রিয়তা পায়। পরপর একাধিক ছবিতে কাজ শুরু করেন পূজা চেরী। রাতারাতি নামের সাথে লেগে যায় তারকাখ্যাতি।

চুক্তিবদ্ধভাবে এই প্রতিষ্ঠানের সাথে কয়েক বছর সুনামের সাথে কাজ করলেও নিজেদের মধ্যে মান-অভিমান আর চুক্তিশেষে অন্য প্রতিষ্ঠানের কাজ শুরু করেন এই নায়িকা। চুক্তির বাইরেও জাজের দুটি সিনেমার কাজ ঝুলিয়ে রাখার কথা জানা যায়। এ নিয়ে প্রযোজক আব্দুল আজিজের মধ্যে মন-মালিন্যের খবরও পাওয়া গেছে বেশ কিছু সূত্রে।

সূত্র জানায়, শাকিব-জাজ দ্বন্দ্বে মধ্যে আর একটি দালাল চক্রে অন্য প্রতিষ্ঠানে নায়িকা হিবেবে পূজা চেরী তেমন কোন সুবিধা না করতে পারলেও পুনরায় সুযোগ মেলে বাংলাদেশের জনপ্রিয় সুপারস্টার নায়ক শাকিব খানের বিপরীতেই জুটি বেধে ‘গলুই’ চলচ্চিত্রটি করার।

এর পর শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ‘মায়া’ নামে আরও একটি ছবির ঘোষণা দিয়ে একাধিক গণমাধ্যমে চাউর হয় ‘গলুই’ এ শুটিং চলাকালীন থেকে এই নায়কের সাথে প্রেম, বিয়ে নিয়ে নানান খবরের। শুধু তাই নয় নায়িকা বুবলি হাতে হেনস্তা হবার খবরও পাওয়া যায়। তাতেই ক্যারিয়ার প্রায় হুমকির মুখে পড়ে এই নায়িকার।

এসব উড়ো আজগুবি খবরে বেশ চটেছিলেন পূজা চেরী। বিরক্ত হয়ে নিতে চেয়েছিলেন আইনের আশ্রয়। বেশ কিছুদিন এই নায়িকাকে নিশ্চুপ থাকতে দেখা গেছে। তবে সরব ছিলেন সোশ্যাল মিডিয়ায়।

সব কিছুর অবসানে আর নিজের ভুল বুঝতে পেরে আজ পূজা চেরী আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) প্রকাশ্যে ক্ষমা চাইলেন। সেই সেই পুরনো প্রতিষ্ঠান, নিজের জায়গা বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কাছে।

সেখানে পূজা চেরী লিখেছেন, ‘ আমি পূজা চেরী। আমার ১৪ বছর বয়সে জাজ আমাকে নায়িকা হিসেবে অভিষেক করে। আমি জাজেরই সৃষ্টি, জাজেরই মেয়ে। আগে মনে করতাম জাজ মানে শুধুই জাজ।

কিন্তু আসলে জাজ মানে আব্দুল আজিজ ভাইয়া, খোকন ভাইয়া,  বাপ্পি ভাইয়া, মাহি আপু, ফারিয়া আপু, রোশান, সিয়াম, সৈকত নাসির ভাইয়া, রাফি ভাইয়া, রমিম ভাইয়া, মেজবাহ ভাইয়া সহ আরো অনেকে মিলেই জাজ। আমার অল্প বয়সের কারনে আমি একটি ভুল করেছি। আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। আমাকে আপনাদের  ছোট বোন ও সহকর্মী হিসেবে ক্ষমা করে দিবেন।’

পূজা চেরীর এমন ফেসবুক বার্তায় ফেসবুকের ভক্তকুলরা বেশ নড়েচড়ে বসেছে। এ প্রসঙ্গে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের সাথে যোগাযোগ করলে তিনি আমার সংবাদের অনলাইনকে বলেন, ‘আপনার মাধ্যমে বিষয়টি জানলাম। এ বিষয়ে আজ কিছু বলতে চাই না। তার অফিসের অন্যান্য কর্মকর্তাদের সাথে কথা বলে পূজার বিষয়ে আগামীকাল সিদ্ধান্ত জানাবেন বলে আশা ব্যক্ত করেছেন তিনি।’

এছাড়াও জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ খোকন কিছুক্ষণ চুপ থাকার পর মুঠোফোনে জানান, ‘তার বিষয়ে ক্ষমা করার কি রয়েছে। কি বিষয়ে ক্ষমা চাইলেন আর কি হয়েছে তাই তো জানি না। কেউ যদি ক্ষমা চেয়ে থাকে ভাল। তবে এই বিষয়ে তিনি কোন কথা বলতে চাননি।’

পূজা চেরীর বার্তায় পরিচালক সৈকত নাসিরের নাম থাকায় তার সাথে আমার সংবাদ অনলাইন যোগাযোগ করলে এই পরিচালক বলেন, ‘পূজা আমার চোখে খুব ভাল একজন অভিনেত্রী। তার সাথে আমার একাধিক কাজ হয়েছে। আমি তাকে নিজের বোনের চোখে দেখি। কেন ক্ষমা চাইলো সেই বিষয়ে তিনিও কোন অবগত নন।’

এই পরিচালক আরও বলেন, ‘কেউ যদি নিজের ভুল বুঝে ক্ষমা চায়। তা আসলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভেবে দেখার কথা বলেন এই পরিচালক।’  
   
উল্লেখ্য, পূজা চেরী রায় ২০ আগষ্ট ২০০০ সালে খুলনার গাজীরহাটে এক মধ্যবিত্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন । তবে সবাইকে পূজা চেরী নামেই চিনেন। পূজার বাবা দেব প্রসাদ রায় একজন ব্যবসায়ী এবং মা ঝর্না রায় গৃহিনী।

শৈশব থেকেই পুজার মিডিয়ার প্রতি খুব আগ্রহ ছিল এবং এর জন্যই শিশু বয়সেই তার অভিনয়ের যাত্র শুরু হয়। পূজার বাবা-মা তার মিডিয়ায় কাজ করতে সর্বদাই অনুপ্রাণিত করেছিলেন। এখন তিনি ঢাকা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করছেন নবম শ্রেণিতে। অভিনয়ের পাশাপাশি তার অদম্য ইচ্ছা হলো পাড়ালেখা কনটিনিউ করে গ্র্যাজুয়েশানটাও কমপ্লিট করা।

টিএইচ