বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ডিএমপি কমিশনারের সঙ্গে শিল্পী সমিতির সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

ডিএমপি কমিশনারের সঙ্গে শিল্পী সমিতির সাক্ষাৎ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত নেতারা।

শনিবার দুপুরে ডিএমপি সদরদপ্তরে শিল্পী সমিতির নেতারা এ সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে ডিএমপি কমিশনার সংগঠনটির নবনির্বাচিত কমিটির নেতাদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় দেশীয় চলচ্চিত্রকে এগিয়ে নিতে কমিটির প্রতি আহ্বান জানান ডিএমপি কমিশনার।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ড. খ. মহিদ উদ্দিন ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।

অন্যদিকে মিশা-ডিপজলের সঙ্গে ছিলেন চিত্রনায়িকা পলি, রত্না, শাহনূর, দিলারা ইয়াসমিন, অভিনেতা জয় চৌধুরী, সনি রহমান, সুব্রত, আলীরাজ, চুন্নু, আরমান প্রমুখ।

টিএইচ