মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

সোনাক্ষীর ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক

সোনাক্ষীর ভিডিও ভাইরাল

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ব্যক্তিগত বিষয় নিয়ে সংবাদমাধ্যমে খুব একটা কথা বলেন না। তবে অনেকদিন ধরেই অভিনেতা জহির ইকবালের সঙ্গে তার প্রেমের গুঞ্জন উড়ছে।

এদিকে প্রেমের বিষয়টি এই জুটি অস্বীকার করলেও প্রায়ই তাদের একসাথে দেখা যায়। সমপ্রতি মুম্বইয়ের একটি রেস্তরাঁয় গিয়েছিলেন এই জুটি। সেখানে তাদের ক্যামেরাবন্দি করেন অভিনেতা বরুণ শর্মা।

পরবর্তী সময়ে তাদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে তিনি লেখেন— ওয়ে হোয়ে একে বলে ব্লকবাস্টার জোড়ি। বরুণ ছবিটি পোস্ট করার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ভাইরাল হয়। ছবিতে সাদা রঙের বডিকন ড্রেসে দেখা গেছে  সোনাক্ষীকে। সাদা ব্লেজারের সঙ্গে এই বডিকন ড্রেস পরেছিলেন তিনি। আর জহির পরেছিলেন কালো প্যান্ট ও সাদা-কালো শার্ট।

অনেকেই মনে করছেন সোনাক্ষী ও জহির মুখে কুলুপ এঁটে থাকলেও বরুণ ঠিকই তাদের সম্পর্কের বিষয়ে সিলমোহর মেরে দিয়েছেন।

এর আগেও অভিনেত্রী সোনাক্ষী সিনহার সঙ্গে এই অভিনেতার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। প্রসঙ্গত, ‘দাবাং’-সিনেমার মাধ্যম ২০১০ সালে নায়িকা হিসেবে বলিউডে পা রাখেন সোনাক্ষী।

অন্যদিকে, ২০১৯ সালে ‘নোটবুক’ সিনেমার মাধ্যমে হিন্দি সিনেমায় অভিষেক হয় জহিরের। সালমান খানের এক পার্টিতেই নাকি দু’জনের পরিচয়। এরপর থেকেই ঘনিষ্ঠতা গড়ে ওঠে। পরবর্তী সময়ে তা প্রেমের সম্পর্কে রূপ নিয়েছে।