অস্কার মনোনয়নের শর্টলিস্ট প্রকাশ
একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ৯৫তম আসরের মাত্র তিন মাস বাকি। ২০২৩ সালের মার্চ মাসে বসবে অস্কারের জমকালো আসর। আসরটি ঘিরে এরইমধ্যে নানা জল্পনা-কল্পনা আর হিসেব-নিকেশ। অস্কার কর্তৃপক্ষও নিজেদের মতো করে কাজ গুছিয়ে নিচ্ছে। প্রকাশ করেছে এবারের আসরের ১০টি বিভাগের শর্টলিস্ট।সম্প্রতি অস্কারের অফিশিয়াল ওয়েবসাইটে আন্তর্জাতিক ফিচার ছবি, ডকুমেন্টারি, সাউন্ড, অরিজিনাল স্কোর, অরিজিনাল