বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
The Daily Post

পাবনায় নিরাপত্তা বেষ্টনী ছাড়াই নির্মাণ হচ্ছে বহুতল ভবন

পাবনা প্রতিনিধি

পাবনায় নিরাপত্তা বেষ্টনী ছাড়াই নির্মাণ হচ্ছে বহুতল ভবন

পাবনা শহরের দিলালপুর চারতলা মোড়ে মডার্ন পাবনা টাওয়ার নামে ১২ তলা ভবন নির্মাণ হচ্ছে, কোনোপ্রকার নিরাপত্তা ছাউনি ছাড়াই ইতোমধ্যে তিনতলা নির্মাণ শেষ করে চারতলার কাজ শুরু হয়েছে। 

চারতলা মোড়ের পাশে সাহাপাড়া গলির সামনে এটি শহরের একটি ব্যস্ততম রাস্তা, এখানে কোন নিরাপত্তা প্রাচীর বা বেড়া নেই নির্মাণসামগ্রী রাস্তার অনেকটা জুড়ে রাখা হয়।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সরেজমিনে গিয়ে জানা যায় ভবনটির মালিকানা ৪০ জনের যৌথ উদ্যোগে, একজন অংশীদার একেএম শহিদুল্লাহর সাথে কথা বললে তিনি বলেন, আমরা ঢাকা থেকে প্ল্যান পাশ করে এনে করেছি, নিরাপত্তা ছাউনির অর্ডার দিয়েছি লাগানো হবে এবং ভবন নির্মাণের দায়িত্বরত ইঞ্জিনিয়ার আলতাফের সঙ্গে কথা বলতে গিয়ে উনাকে খুঁজে না পেয়ে ফোনে যোগাযোগ করলে তিনি ঢাকায় অবস্থান করছেন বলে জানান ভবনের নিরাপত্তা ছাউনি ও প্রাচীর নিয়ে কথা বলেন আমরা দিব রেডি করতেছি, এবং ইঞ্জিনিয়ার হিসেবে তার এখানে অবস্থান করার বিষয় জানতে চাইলে বলে আমার সাইড ইঞ্জিনিয়ার আছে কিন্তু সরজমিনে কোন সাইড ইঞ্জিনিয়ারকে পাওয়া যায়নি।  

পাবনা পৌর নির্বাহী কর্মকর্তা মো. দুলাল উদ্দিন বলেন, আমাদের পৌরসভা থেকে ছয়তলা পর্যন্ত পাশ করা হয়, এবং এর বেশি হলে ডিসি অফিসের মাধ্যমে পাশ করানো হয়, বিল্ডিং নির্মাণের সময় নিরাপত্তা ছাউনি দেয়া বাধ্যতামূলক এবং সবসময় একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও একজন সুপারভিশন ইঞ্জিনিয়ার থাকার বিধান আছে। অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহম্মেদ বলেন, আপনি লোকেশনটা  মেসেজ করুন, দেখছি।

টিএইচ