বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
The Daily Post

সুবর্ণচরে মহিলালীগ নেত্রীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল 

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি    

সুবর্ণচরে মহিলালীগ নেত্রীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল 

নোয়াখালীর সুবর্ণচরে উপজেলা মহিলালীগ নেত্রী ভূমিদস্যু সাবেক ইউপি সদস্য আলেয়া বেগমের বিচার দাবিতে ঝাড়ু মিছিল ও সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ও এলাকাবাসী।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) উপজেলার চরবাটা ইউনিয়নের চরমজিদ ভূঁইয়ার হাটে এ ঝাড়ু মিছিলে সহস্রাধিক নারী পুরুষ অংশগ্রহণ কমর। মিছিলটি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভুক্তভোগীরা আলেয়ার দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন।

এসময় আলেয়ার নির্যাতনের শিকার  মিজান মাঝি ও আবু বকর  ছিদ্দিকসহ আরও অনেকে বলেন, তারা বিএনপি করা সত্ত্বেও এখনো সুবর্ণচর উপজেলা মহিলা লীগের সদস্য আলেয়ার দ্বারা বর্তমানেও বিভিন্ন গণমাধ্যমে ভুল তথ্য প্রকাশ করে বিএনপি নেতাকর্মীদের নানাভাবে হয়রানি করে আসছে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করতে নানা পাঁয়তারা করছেন বলে অভিযোগ করেন বক্তারা।

টিএইচ