বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
The Daily Post

ভৈরবের আধিপত্য বিস্তারকে কেন্দ্র কমর সংঘর্ষে একজন নিহত

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

ভৈরবের আধিপত্য বিস্তারকে কেন্দ্র কমর সংঘর্ষে একজন নিহত

কিশোরগঞ্জের ভৈরবে একই গ্রামের সাবেক ও বর্তমান চেয়ারম্যানের দুই বংশের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে মো. কাইয়ুম (৫১) নামে একজন নিহত হয়েছেন। এঘটনায় উভয়পক্ষের নারী-শিশুসহ অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। এছাড়াও সংঘর্ষে বেশ কিছু বাড়ি-ঘরে ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভৈরবের সাদেকপুর ইউনিয়নের মৌটুপি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে র্যাব, পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালায়। সংঘর্ষে একজন নিহতের বিষয়টি জানিয়ে ভৈরব থানার ওসি (তদন্ত) মো. শাহিন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে  আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা করছে। 

আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এছাড়াও ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎসা নিয়েছেন ২২জন এবং অন্য আহতরা স্থানীয় বিভিন্ন  ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। 

বর্তমানে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। ফের সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জানা যায়, মেটৗটুপি গ্রামের সরকার বাড়ির ইউপি চেয়ারম্যান এবং আ.লীগ নেতা মো. শাফায়েত উল্লাহ সমর্থক ও একই গ্রামের কর্তা বাড়ির সাবেক ও চেয়ারম্যান বিএনপি নেতা মো. তোফাজ্জল হকের সমর্থকদের মধ্যে দীর্ঘ ৫৬বছর যাবৎ বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় দুপক্ষের মাঝে ফের সংঘর্ষ বাধে।

এবিষয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ জানান, ১০জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল ও সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো রোগী আসছে বলেও জানান তিনি।

টিএইচ