সাফ মহিলা চ্যাম্পিয়নশীপ বিজয়ী জাতীয় ফুটবল দলের কৃতি ফুটবলার মনিকা চাকমাকে সংবর্ধনা দিয়েছে গুইমারা রিজিয়ন। বুধবার (২০ নভেম্বর) ঢাকা থেকে নিজ বাড়িতে আসলে গুইমারা রিজিয়নের পক্ষ থেকে লক্ষ্মীছড়ি সেনা জোন এ সংবর্ধনা প্রদান করে।
অনুষ্ঠানে সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ-২০২৪-এর বিজয়ী কৃতি নারী ফুটবলার মনিকা চাকমাকে ৫০ হাজার টাকা হস্তান্তর করেন গুইমারা রিজিয়নের পক্ষে লক্ষ্মীছড়ি জোনের জোন কমান্ডার, লে. কর্নেল মো. তাজুল ইসলাম, পিএসসি, জি। এছাড়াও মনিকা চাকমার পিতা বিন্দু চাকমা, দুলাভাই ও চাচাকে কিছু সৌজন্য পুরস্কার প্রদান করা হয়। এসময় লক্ষ্মীছড়ি জোনের অন্য সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মনিকা চাকমা লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন এই সংবর্ধনা নারী ফুটবলের প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর অবিচল সমর্থনের বহিঃপ্রকাশ।
অনুষ্ঠান শেষে লক্ষ্মীছড়ি জোনের জোন কমান্ডার সকলের উদ্দেশ্যে বলেন, মনিকা চাকমা প্রমাণ করে দেখালেন পার্বত্য চট্টগ্রামের মেয়েরা চেষ্টা করলে দেশের জন্য সম্মান বয়ে আনতে পারে। তিনি পরবর্তীতেও এরকম কৃতি খেলোয়াড় গড়ে তোলার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান।
টিএইচ