বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

নাটোরে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু 

নাটোর প্রতিনিধি

নাটোরে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু 

তারুণ্য নির্ভর আগামীর বাংলাদেশ গড়ার অংশ হিসাবে নাটোরে শুরু হয়েছে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানকে সামনে নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় মঙ্গলবার (২১ জানুয়ারি) নাটোর স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বাধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

আয়োজক কমিটি জানান, তারুণ্যের উৎসব উপলক্ষ্যে অনুর্ধ্ব ১৭ বালক ও অনুর্ধ্ব ১৭ বালিকা পর্যায়ে এ ফুটবল প্রতিযোগিতা শুরু হলো। জেলার সাতটি উপজেলা এবং নাটোর পৌরসভা দলের অংশগ্রহণে টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় বালক ও বালিকা পর্যায়ে অংশগ্রহণ করে নাটোর সদর ও লালপুর উপজেলা দল। আগামী ২৪ জানুয়ারি ফাইনাল খেলার মধ্য দিয়ে এ টুর্নামেন্ট শেষ হবে।

আয়োজকরা আরও জানান, জেলা পর্যায়ে বিজয়ী বালক ও বালিকা দল বিভাগীয় পর্যায়ের টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।

উদ্বেধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মারুফাত হুসাইন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রওশন আলী ও জেলা ক্রীড়া অফিসার তারিকুল।

টিএইচ