শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
ঢাকা শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১
The Daily Post

চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।  মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সদর উপজেলা চত্বরে ‘টেকসই যশোর অঞ্চল’ কৃষি সমপ্রসারণ প্রকল্পের আওতায় মেলাটি আয়োজন করে চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তর।

মেলাটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার। এর আগে মেলা উপলক্ষে র্যালি করা হয়। র্যালি শেষে মেলার ১৪টি স্টল পরিদর্শন করার পর শুরু হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সদর ইউএনও এম.সাইফুল্লাহ।

সভায় প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার বলেন, কৃষি মেলায় বিভিন্ন কৃষি প্রযুক্তি দেখানো হয়েছে। কৃষির প্রযুক্তিগত সমপ্রসারণ ও প্রবৃদ্ধির জন্য প্রচার প্রচারণা বাড়াতে হবে। কৃষকদের আগ্রহ তৈরি হবে এই মেলার মাধ্যমে।

কৃষকদের প্রতিনিয়ত প্রণোদনার মাধ্যমে কৃষকদের নতুন চাষাবাদে ঝুঁকানো হচ্ছে। এই মেলার কৃষি প্রযুক্তির প্রদর্শনের মাধ্যমে কৃষির পরিধি বাড়বে। স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি অফিসার আফরিন বিনতে আজিজ।

এসময় সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) দেবাশীষ কুমার দাস, সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোস্তাফিজুর রহমান প্রমুখ।

টিএইচ