শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১
The Daily Post

কালিয়াকৈরে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৪

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈরে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৪

গাজীপুরের কালিয়াকৈরে আদালতের জব্দকৃত মালামাল লুটের চেষ্টার সময় চার প্রতারককে আটক করেছে স্থানীয়রা। পরে পুলিশ এসে তাদের গ্রেপ্তার করে থানায় সোপর্দ করে।

আটকরা হলেন- উপজেলার ঠাকুরপাড়া এলাকার আক্কেল আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৮) নেত্রকোনার সফিউদ্দিনের ছেলে সাইফুল (৪০) ঢাকার পুরানা পল্টন এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে ফেরদৌস আহম্মেদ (২৯), উপজেলার ভান্নারা এলাকার সোনামিয়ার ছেলে তুষার মিয়া (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার ঠাকুরপাড়া এলাকার আলেশা মার্টের গোডাউনে আদালতের জব্দকৃত মালামাল ছিল। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে পুলিশ পরিচয় দিয়ে ওই গোডাউনে প্রবেশ করে চার প্রতারক, সেখানে থাকা মালামাল পিকআপে তোলার চেষ্টা করে।

তবে তাদের কাছে আদালতের কোনো কাগজপত্র না থাকায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে স্থানীয়রা তাদের আটক করে মৌচাক পুলিশ ফাঁড়িতে খবর দিলে এসআই ফজলু ও এসআই সামাদ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করেন।

কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) যোবায়ের আহমেদ জানান, গ্রেপ্তারকৃতরা পুলিশ পরিচয়ে প্রতারণা করে আদালতের জব্দকৃত মালামাল লুটের চেষ্টা করছিল। স্থানীয়দের তৎপরতায় তারা আটক হয়, পুলিশে সোপর্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

টিএইচ