মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১
The Daily Post

যমুনা সেতু মহাসড়ক পরিদর্শনে জেলা প্রশাসক

টাঙ্গাইল প্রতিনিধি

যমুনা সেতু মহাসড়ক পরিদর্শনে জেলা প্রশাসক

ঈদকে সামনে রেখে এবার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক দিয়ে স্বস্তির নিঃশ্বাস নিয়ে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। স্বাভাবিকের তুলনায় দুই থেকে তিন দ্বিগুণ যানবাহন চলাচল করলেও এই মহাসড়কের কোথাও কোন ধরণের যানজট লক্ষ্য করা যায়নি। ফলে নির্বিঘ্নে চলাচল করছে পরিবহন।

শুক্রবার (২৮ মার্চ) সকাল ১০ টা থেকে বেলা দুপুর ২ টা পর্যন্ত মহাসড়কের যমুনা সেতু পূর্ব টোলপ্লাজা থেকে এলেঙ্গা পর্যন্ত সাড়ে  ১৩ কিলোমিটার এলাকাজুড়ে ঘুরে এমন চিত্র দেখা যায়। তবে ভোর থেকে সকাল ৯ টা পর্যন্ত সেতু পূর্বের টোলপ্লাজা এলাকা মোটরসাইকেলের ২টি লেনেই দীর্ঘ লাইন ছিল।

এদিকে, বেলা সাড়ে ১২ টার দিকে টাঙ্গাইলের যমুনা সেতু মহাসড়ক, সেতু পূর্ব টোলপ্লাজা, সেতুর সিসি ক্যামেরা রুম পরিদর্শন করেছেন টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক, টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান, (কালিহাতী) সার্কেলের এএসপি আব্দুল্লাহ আল ইমরান প্রমুখ।

পুলিশ সুপার মিজানুর রহমান জানান, ঈদযাত্রায় ঘরমুখো মানুষকে স্বস্তি দিতে সাড়ে ৭শ পুলিশ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে নিয়োজিত এবং জেলা পুলিশের প্রতিটি সদস্য তীব্র গরমকে উপেক্ষা করতে মহাসড়কে পরিশ্রম করছে।

জেলা প্রশাসক শরীফা হক জানান, সড়কপথে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ করতে আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি এবং আইনশৃংখলা বাহিনী গুরুত্ব দিয়ে কাজ করছে।

গত কয়েকদিনে যানবাহনের সংখ্যা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পেলেও যানজট পরিলক্ষিত হয়নি। মহাসড়কে পুলিশের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত, সেনাবাহিনী ও র্যাবসহ সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছেন।

টিএইচ