মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১
The Daily Post

জয়পুরহাটে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নে জামায়াত-শিবিরের ছয় কর্মীর ওপর অতর্কিত হামলার প্রতিবাদে গতাকল শুক্রবার শালাইপুর বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার আব্দুল গফুরের উস্কানিতে সন্ত্রাসী বাহিনী জামায়াত-শিবিরের কর্মীদের ওপর হামলা চালায়। এবং বাড়িঘর ভাঙচুর করেন।

আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট-১ আসনের এমপি পদপ্রার্থী ফজলুর রহমান সাইদ। আরও বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মণ্ডল, পাঁচবিবি উপজেলা জামায়াতের আমির মাওলানা সুজাউল ইসলাম, সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার, নায়েবে আমির আজিজুল হক ঠান্ডা, সহকারী সেক্রেটারি আবু রায়হান, কুসুম্বা  ইউনিয়ন জামায়াতের আমির আবু ইউসুফ মোহাম্মদ খলীলুর রহমান ও সেক্রেটারি উমর ফারুকসহ স্থানীয় নেতাকর্মীরা। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, শুধুমাত্র একটি পোস্টারকে কেন্দ্র করে আব্দুল গফুর আমাদের নিরীহ কর্মীদের ওপর হামলা চালিয়েছে, যা ন্যক্কারজনক।

আহত কর্মীরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। গফুর সাহেবের এই আচরণ প্রমাণ করে যে তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন এবং তার চিকিৎসা প্রয়োজন। ভবিষ্যতে আমাদের কোনো কর্মীর ওপর হামলা হলে দোষীদের কঠোরভাবে প্রতিহত করা হবে।

বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আব্দুল গফুর ও তার সন্ত্রাসী বাহিনীকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে, অন্যথায় জনগণই এর যথাযথ জবাব দেবে।

টিএইচ