মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১
The Daily Post

রাজবাড়ীতে হেরোইনসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি   

রাজবাড়ীতে হেরোইনসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ত্রিশ পুরিয়া হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তাররা হলেন, গোয়ালন্দ ঘাট থানার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের পার্শ্বে সুনালী ফকির পাড়ার মো. হারুন মোল্লার ছেলে মো. সাইদুল মোল্লা, মানিকগঞ্জ জেলার শিবালয় থানার শিবালয় গ্রামের মৃত আনসার আলী মল্লিকের ছেলে মো. হাবিবুর রহমান।

গত বৃহস্পতিবার দিবাগত রাতে গোয়ালন্দ ঘাট থানার দৌলতদিয়া বাস টার্মিনালের পশ্চিম পার্শ্বে নৌ-পুলিশ ফাঁড়ির পিছনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।  

গোয়ালন্দ থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, থানার এসআই ফারুক হোসেন বিপিএম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দৌলতদিয়া বাস টার্মিনালের পশ্চিম পার্শ্বে নৌ-পুলিশ ফাঁড়ির পিছনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. সাইদুল মোল্লা ও মো. হাবিবুর রহমানকে ত্রিশ পুড়িয়া হেরোইনসহ গ্রেপ্তার করে।

এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে। গ্রেপ্তার আসামিদের শুক্রবার (২৮ মার্চ) রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।

টিএইচ