শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

নারায়ণগঞ্জে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষ: নিহত ৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষ: নিহত ৫

নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজে উল্টো পথে চলার সময় বাসে ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার চালকসহ ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

রোববার (৯ অক্টোবর) সকাল ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষ অবস্থায় চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাড়ে ১০ টার দিকে ৩ জনকে মৃত ঘোষণা করেন। পরে আরও ১ জন মারা যায়।

নিহতরা হলে- মামুন (৩০), হানিফ (২৫), নুরুদ্দিন খন্দকার (৪৫), জামাল মিয়া (৪২) ও অজ্ঞাতনামা একজন। নিহত সকলে অটোরিকশার যাত্রী ছিলেন।

জানা যায়, দুর্ঘটনার পর উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী ওমর ফারুক নামে এক ব্যক্তি জানান, কাঁচপুর ব্রিজে উল্টো পথে যাচ্ছিল ব্যাটারি চালিত অটোরিকশাটি। তাতে ৭-৮ জন যাত্রী ছিল। তখন ঢাকাগামী একটি বাস তাতে ধাক্কা দেয়। এতে অটোতে থাকা সবাই আহত হয়।

পরে দ্রুত কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর বাকি ৪ জনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। এদের মধ্যে ৩ জনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাঁচপুর হাইওয়ে থানার ডিউটি অফিসার জানান, হায়েস গাড়ি ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নুরুদ্দিন খন্দকার মারা যান৷ ঢামেকে নেওয়ার পরে আরও তিনজন মারা গেছেন৷

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,অজ্ঞাতনামা একজনসহ মোট পাঁচজন মারা গেছেন। মৃতদেহ ৪টি মর্গে রাখা হয়েছে।