বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post
মা হওয়া প্রসঙ্গে বুবলী

আমি মুসলিম পরিবারের মেয়ে, সবকিছুই সুন্দরভাবে হয়েছে: বুবলী

বিনোদন ডেস্ক

আমি মুসলিম পরিবারের মেয়ে, সবকিছুই সুন্দরভাবে হয়েছে: বুবলী

নিজের ফেসবুক পেজে বেবি বাম্পের ছবি দেওয়ার পর সামাজিক মাধ্যমে চলছে নানান আলোচনা ও সমালোচনা। নায়িকার এই বেবি বাম্পের ছবি দেখে নেটিজেনদের প্রশ্ন, মা হয়েছেন বুবলী?

মঙ্গলবার সন্ধ্যায় বুবলীর সাথে কথা হলে তিনি গণমাধ্যশকে জানান, এ মুহূর্তে আমি কথা বলতে চাচ্ছি না। কয়েক দিনের মধ্যে আপনাদের সঙ্গে এ বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করবো।

তিনি আরও বলেন, আপনারা যা শুনেছেন বা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। তা সবকিছুই সুন্দরভাবে হয়েছে। আমি মুসলিম পরিবারের মেয়ে। যা ঘটেছে সুন্দরভাবে ঘটেছে। আপনারা দয়া করে কেউ ভুল ব্যাখ্যা করবেন না।

এর আগে ফেসবুক পোস্টে দুটি ছবি আর এক লাইন ক্যাপশন দিয়েছেন বুবলী। তবে এর চেয়ে বেশি কিছু বলেননি তিনি। তাই পুরো বিষয়টি রহস্যঘেরা হয়ে রয়েছে এখন পর্যন্ত। বেবি বাম্পের দুটি ছবি দিয়ে বুবলী লিখেছেন,  ‘মি উইথ মাই লাইফ’। এরপর ভালোবাসার কয়েকটি ইমোজি দিয়েছেন তিনি। আর হ্যাশট্যাগে লিখেছেন ‘থ্রোব্যাক আমেরিকা’।

ইএফ