রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

আসছে মহানগর-২

বিনোদন প্রতিবেদক 

আসছে মহানগর-২

গত বছর জুনে মুক্তি পায় আলোচিত ওয়েব সিরিজ ‘মহানগর’। আশফাক নিপুণের নির্মিত সিরিজটি নিয়ে বেশ আলোচনা হয় সে সময়। দর্শকের মনে প্রশ্ন ছিল : আদৌ কি আসতে পারে ‘মহানগর’-এর দ্বিতীয় পর্ব। সব জল্পনার অবসান ঘটিয়ে আসতে চলেছে ‘মহানগর-২’।

ওটিটি প্ল্যাটফর্ম হইচই ও নির্মাতা আশফাক নিপুণ বিষয়টি নিশ্চিত করেন আগেই। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে আশফাক নিপুণ একটি ছবি পোস্ট করেন, যেখানে লেখা : ‘মহানগর অন্তিম পর্ব। বানাবেন আশফাক নিপুণ’। এরপর থেকে দর্শকমনে প্রশ্ন : কবে আসবে ‘মহানগর’!

এবার সেই উত্তরও জানালেন নির্মাতা নিজেই। ২০ এপ্রিল ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্তেই আসতে চলেছে ‘মহানগর ২’। বুধবার দুপুরে উন্মুক্ত হয় সিরিজটির দ্বিতীয় কিস্তি ‘মহানগর ২’-এর পোস্টার। সে সঙ্গে জানানো হয়, আগামী ২০ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই সিরিজটি।

এর আগে গেল সপ্তাহে উন্মুক্ত হয়েছিল এর টিজার। ১ মিনিট ১০ সেকেন্ডের টিজারে হাজির হয়ে গল্পের ওসি হারুন দুটি কথা মনে রাখতে বলেন : এক. নামটা হচ্ছে হারুন আর দুই. হারুন এত সহজে হারে না।

২০২১ সালে মুক্তি পাওয়া সিরিজটির প্রথম কিস্তিতে ওসি হারুন চরিত্রে দুর্দান্ত অভিনয় করে দর্শক মহলে তুমুল প্রশংসা কুড়ান মোশাররফ করিম।

টিএইচ