বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

এবার সিনেমার নতুন জুটি রাজ-বুবলী

বিনোদন ডেস্ক

এবার সিনেমার নতুন জুটি রাজ-বুবলী

প্রথমবার চলচ্চিত্রে জুটি হয়েছেন শরিফুল রাজ ও শবনম বুবলী। সরকারি অনুদানের ‘দেওয়ালের দেশ’ নামের সিনেমায় দেখা যাবে তাদের। এটি নির্মাণে রয়েছেন মিশুক মনি। জানা গেছে, গেল ৫ ডিসেম্বর থেকে ঢাকায় সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে।

এর আগে বড়পর্দায় বিদ্যা সিনহা মিমের সঙ্গে জুটি বেঁধে ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন শরিফুল রাজ। বেশ প্রশংসিতও হয়েছে তাদের জুটি। কিন্তু শেষ দিকে এসে পরীমনির প্রতিক্রিয়ায় সমালোচনার ঝড় বয়ে যায়।

এদিকে প্রেম, বিয়ে, সন্তান—সবকিছু নিয়ে সুনামি বয়ে গেছে নায়িকা শবনম বুবলীর ওপর দিয়ে। বহুদিন তাকে কোনো সিনেমায় অভিনয় করতেও দেখা যায়নি। 

আগেই সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন বুবলী। তখনো জানতেন না তার সঙ্গে অভিনয় করবেন রাজ। পরে পরিচালকের কাছ থেকে জানতে পারেন রাজের কথা।

রাজের সঙ্গে জুটি বাঁধার বিষয়ে বুবলী বলেন, এটিই আমাদের প্রথম কাজ। শুটিং করতে গিয়ে যেটা মনে হয়েছে, রাজ খুব মেধাবী অভিনেতা। প্রতিটি দৃশ্য নিখুঁতভাবে করতে চান তিনি। সিনেমার গল্পটা আমার কাছে এত ভালো লেগেছিল যে সারাক্ষণ নিজের চরিত্রটি নিয়ে ভেবেছি।

শরিফুল রাজ বলেন, সিনেমাটির বেশ কিছু অংশ রাতের। আমরা সারা রাত শুটিং করি, সারা দিন ঘুমাই। সিনেমার গল্প দুটি সময়ের কথা বলবে। সাত বছর আগের ও পরের গল্প নিয়েই এগিয়ে চলে সিনেমার চরিত্রগুলো।

লুক ফাঁস প্রসঙ্গে নির্মাতা মিশুক মনি বলেন, ‘সেট থেকে কেউ গোপনে ভিডিও করে সেটি আবার টিকটকে আপলোড করেছে। সেখান থেকে স্ক্রিনশট হয়ে লুকগুলো ছড়িয়েছে। এটা দুঃখজনক ঘটনা। যে করেছে, খারাপ করেছে। আমাদের কিছু শুটিং এখনও বাকি আছে। শেষ করে অফিসিয়াল লুক প্রকাশ করবো।’

লুক ফাঁস প্রসঙ্গে রাজ কোনও মন্তব্য না করলেও ‘দেয়ালের দেশ’ প্রসঙ্গে পাত্র-পাত্রী দুজনে আগেই গণমাধ্যমে জানিয়েছেন, ছবির গল্প দুটি সময়ের কথা বলবে। 

টিএইচ