শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

প্রখ্যাত পরিচালক আজিজুর রহমান বুলি মারা গেছেন

বিনোদন ডেস্ক

প্রখ্যাত পরিচালক আজিজুর রহমান বুলি মারা গেছেন

বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক আজিজুর রহমান বুলি মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর উত্তরার রেড কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আজিজুর রহমান বুলির মৃত্যুর খবরটি জানিয়েছেন পরিচালক মুশফিকুর রহমান গুলজার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

তিনি জানিয়েছেন, রোববার (২৪ অক্টোবর) সকাল ১০টায় উত্তরার ৭ নং সেক্টরের জামে মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ জোহর বনানী কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হবে।

সত্তরের দশকে ‘নাচের পুতুল’ প্রযোজনা করে সিনেমাতে আজিজুর রহমান বুলির আগমন। এর পর ১৯৮০ সালে ‘শেষ উত্তর’ সিনেমা দিয়ে নির্মাণে হাতেখড়ি হয় তার। সবশেষ এ নির্মাতাকে দেখা গিয়েছিল ‘বন্ধু যখন শত্রু’ সিনেমায়।

আজিজুর রহমান বুলির সিনেমায় শবনম, সোহেল রানা, জসীম, ইলিয়াস কাঞ্চন, শাবানা, নূতন, ববিতা, অলিভিয়া, অঞ্জনা, সুচরিতা, রোজিনা ছাড়াও অভিনয় করেছেন ভারতের শতাব্দী রায় ও রঞ্জিত মল্লিকের মতো তারকারা।

তার অধিকাংশ সিনেমা বিদেশে চিত্রায়িত হয়েছে। এ কারণে ইন্ডাস্ট্রিতে তিনি ‘পর্যটক-প্রযোজক-পরিচালক’ হিসেবে পরিচিত ছিলেন।

১৯৪৬ সালের ১ মে পুরান ঢাকার বংশালে জন্মগ্রহণ করেন প্রযোজক সমিতির সাবেক প্রভাবশালী সভাপতি আজিজুর রহমান বুলি। সিনেমাজগতে পরিচালক, প্রযোজক পরিচয়ের বাইরেও তার আরও একটি পরিচয় আছে; আর তা হলো চিত্রনায়ক মাহমুদ কলি তার ছোট ভাই এবং চিত্র নায়িকা অঞ্জনা তার স্ত্রী।

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির সাবেক সভাপতি আজিজুর রহমান বুলির মৃত্যুতে শোক জানিয়ে পরিচালক মুশফিকুর রহমান গুলজার বলেছেন, ‘আজিজুর রহমান বুলি ছিলেন চলচ্চিত্র শিল্পের একজন যোগ্য নেতা। 

চলচ্চিত্র প্রযোজকদের যে কোন সমস্যায় তিনিই প্রথম সাহায্যের জন্য এগিয়ে আসতেন। গভীর রাতেও তিনি ছুটে আসতেন প্রযোজক-পরিচালদের সমস্যার সমাধান করতে। 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্প একজন গুনী ও ভালো মানুষকে হারালো। আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন বুলি ভাইকে জান্নাতবাসী করেন।’

টিএইচ