বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

বাংলাদেশ কাঁপিয়ে ভারতে মুক্তি পাচ্ছে ‘হাওয়া’

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ কাঁপিয়ে ভারতে মুক্তি পাচ্ছে ‘হাওয়া’

‘হাওয়া’ সিনেমা এবার কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে। আগামী ১৬ ডিসেম্বর ছবিটি পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়ার কথা রয়েছে। আর ভারতব্যাপী মুক্তি পাবে ৩০ ডিসেম্বর।

অভিনেতা চঞ্চল চৌধুরী খবরটি নিশ্চিত করেছেন।

ছবির নির্মাতা মেজবাউর রহমান সুমন। রিলায়েন্স এন্টারটেইনমেন্টের অফিশিয়াল গ্রুপে শেয়ার করা ছবিটির মুক্তির খবরের স্ক্রিন শট দিয়ে নির্মাতা লিখেছেন, ‘হাওয়া বইবে কলকাতা ও পশ্চিম বাংলায় ১৬ তারিখ থেকে আর ভারতব্যাপী ৩০ তারিখ থেকে। ’

ভারতের চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনা সংস্থা রিলায়েন্স এন্টারটেইনমেন্ট সে দেশে সিনেমাটির প্রদর্শনের দায়িত্বে রয়েছে বলেও জানান সুমন।

ভারতের বাইরে মধ্যপ্রাচ্য ও চীনের বাজার ধরতেও আলোচনা চলছে বলে জানালেন সুমন।

এর আগে কলকাতায় চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে ‘হাওয়া’। সেখানে ছিল দর্শকের উন্মাদনা চোখে পড়ার মতো। সে সময় অনেক দর্শক ছবিটি দেখার সুযোগ পাননি বলে ক্ষোভ প্রকাশ করেছিলেন।

‘হাওয়া’ সিনেমাটি এবারের একাডেমি অ্যাওয়ার্ডে (অস্কার) যাচ্ছে। ৯৫তম একাডেমি অ্যাওয়ার্ডে ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশ থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে দর্শকনন্দিত এই সিনেমা।

এ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, নাসির উদ্দিন খান, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল।মেজবাউর রহমান সুমনের কাহিনী এবং সংলাপে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন জাহিন ফারুক আমিন, সুকর্ণ সাহেদ ধীমান এবং স্বয়ং মেজবাউর রহমান সুমন। চিত্রগ্রহণে ছিলেন কামরুল হাসান খসরু, সম্পাদনায় সজল অলক।

৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম (বিদেশি ভাষা প্রতিযোগিতা) বিভাগে বাংলাদেশ থেকে লড়তে যাচ্ছে ‘হাওয়া’।

টিএইচ