রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১
The Daily Post

বিকেল ৩টায় শুরু হবে জয় বাংলা কনসার্ট

নিজস্ব প্রতিবেদক

বিকেল ৩টায় শুরু হবে জয় বাংলা কনসার্ট

দুই বছর পর আবারও ফিরল জয় বাংলা কনসার্ট। বুধবার (৮ মার্চ) রাজধানীর আর্মি স্টেডিয়ামে বিকেল তিনটায় শুরু হবে এ কনসার্ট। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর তারুণ্যের প্লাটফর্ম ইয়াং বাংলা সপ্তমবারের মত এ কনসার্ট আয়োজন করেছে।

কনসার্টে গান পরিবেশন করবে ‘আর্টসেল’, ‘ক্রিপটিক ফেইট’, ‘চিরকুট’, ‘নেমেসিস’, ‘লালন’, ‘আরেকটা রক ব্যান্ড’, ‘মেঘদল’, ‘অ্যাভয়েড রাফা’ ও ‘কার্নিভাল’।

এর আগে, ৭ মার্চ কনসার্টে অংশগ্রহণ করা ব্যান্ডদলের সদস্যদের ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। এ সময় তারা জাদুঘর ঘুরে দেখেন। তাদের সেখানে নিয়ে যান সিআরআই ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে স্মরণ করে তরুণদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে ২০১৫ সাল থেকে ইয়াং বাংলা ‘জয় বাংলা কনসার্ট’ এর আয়োজন করে। কিন্তু করোনা মহামারির কারণে গত দুই বছর এ কনসার্টের আয়োজন করা সম্ভব হয়নি। চলতি বছর পবিত্র শবে বরাতের কারণে একদিন পিছিয়ে ৮ মার্চ হচ্ছে এ কনসার্ট।

বুধবার দুপুর ১২টায় খুলে দেওয়া হয়েছে স্টেডিয়ামের ৯টি প্রবেশপথ। প্রবেশপথে অনলাইনে কাটা টিকিটের বারকোড স্ক্যান করার পর দর্শকরা স্টেডিয়ামে ঢুকতে পারেন।

এসময় হ্যান্ড ব্যাগ বা সব ধরনের ব্যাগ নিয়ে কনসার্টে প্রবেশ করা যাবে না। মোবাইল ফোন ছাড়া অন্য কোনো ডিভাইস নিয়ে প্রবেশেও রয়েছে নিষেধাজ্ঞা। দুপুর ৩টায় শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত চলবে এ কনসার্ট।

টিএইচ