বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বুবলীর সঙ্গে আমার প্রেমের খবর ছিল বিব্রতকর: রাফি

বিনোদন ডেস্ক

বুবলীর সঙ্গে আমার প্রেমের খবর ছিল বিব্রতকর: রাফি

পরিচালক রায়হান রাফীর সঙ্গে চিত্রনায়িকা শবনম বুবলীর প্রেমের সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল। বিষয়টিকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন নির্মাতা রাফি।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে রাফি বলেন, ‘এটা ছিল আমার জন্য একটা বিব্রতকর অবস্থা। যারা নিউজ করেছিল তাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম কেন নিউজ করেছেন? তারা বলছিল এটা সাংবাদিক মহলে আলোচনা হচ্ছে। 

সাংবাদিক মহলে আলোচনা হচ্ছে এটা কি নিউজ? সাংবাদিকতার তো একটা নিয়ম আছে, একটা রুলস আছে- সেটা মেনেই তো নিউজ করবেন। ’

রাফির অফিসে গিয়েছিলেন বুবলী- এটা চাউর হয়েছিল। এ বিষয়ে নির্মাতা বলেন, ‘আমাকে ওই সাংবাদিকরা বলছেন আপনার অফিসে গেছে। 

যদিও উনি যায়নি- তারপরেও একটা ডিরেক্টরের অফিসে তো নায়িকারা আসবে। এটার পরিপ্রেক্ষিতে তো নিউজ হতে পারে না আসলে, যে তারা প্রেম করছে। ’

রাফি মনে করছিলেন বিষয়টি নিয়ে খোলাখুলি আলাপ করাই ভালো। বললেন, ‘এটা বলা উচিত কারণ দুদিন পরপর উলটাপালটা নিউজ হচ্ছে। একে নিয়ে হচ্ছে তাকে নিয়ে হচ্ছে। এটা পরিষ্কার করাটাই আসলে ভালো। ’

কদিন আগেই কিছু অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশিত হয়েছিল- শবনম ইয়াসমিন বুবলীর সঙ্গে প্রেম করছেন রায়হান রাফি। রাফির নির্দেশনায় দুটি ওয়েব ফিল্মে কাজ করেছেন বুবলী।

তবে ‘সাত নম্বর ফ্লোর’ নামের একটি ওয়েব ফিল্মে কাজ করতে গিয়ে পরিচালকের সঙ্গে হৃদয়ের লেনাদেনা করেছেন নায়িকা।

শিগগির মুক্তি পেতে যাচ্ছে রায়হান রাফির পরিচালনায় দামাল সিনেমাটি। একারণেই তিনি গণমাধ্যমকর্মীদের মুখোমুখী হয়েছিলেন।  

টিএইচ