সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

রাজশাহী-১ আসন : প্রার্থিতা ফিরে পেলেন মাহিয়া মাহি

নিজস্ব প্রতিবেদক

রাজশাহী-১ আসন : প্রার্থিতা ফিরে পেলেন মাহিয়া মাহি

মনোনয়ন বাতিল হওয়া চিত্রনায়িকা মাহিয়া মাহি রাজশাহী-১ আসনে তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। এক শতাংশ ভোটারের সংখ্যায় গরমিল থাকায় তার প্রার্থিতা বাতিল করেছিল নির্বাচন কমিশন। পরে তিনি ইসিতে আপিল করেন।

সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে আপিল শুনানির পর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা মাহির মনোনয়নপত্রের বৈধতা ঘোষণা করেন।

এ সময় নির্বাচন ভবনে উপস্থিত ছিলেন মাহিয়া মাহি। তার সঙ্গে ছিলেন স্বামী রকিব সরকার ও আইনজীবী।

প্রার্থিতা ফিরে পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাহি বলেন, ‘টেনশনে ছিলাম যে, আমি ন্যায়বিচার পাব কি না। কারণ আমি আমার জায়গা থেকে সৎ ছিলাম। আজকে সেটারই প্রতিদান পেয়েছি আসলে। আমি শতভাগ বিশ্বাস করতে শুরু করেছি যে, এই নির্বাচন কমিশনের আন্ডারে একটা সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে।’

এ সময় তিনি জানান, তার প্রার্থিতা ফিরে পাওয়ায় রাজশাহী-১ আসনে এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহি বলেন, ‘চাপ তো অবশ্যই আছে। আসলে কে চাইবে হেরে যেতে? হার তো আসলে আমরা কেউ পছন্দ করি না, আমরা চাইও না। যে যার জায়গাটা ধরে রাখতে চেষ্টা করবে। কিন্তু আমি বরাবরই যোদ্ধা। আমি যুদ্ধ করেই আসলে জিতব। এখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমেই নির্বাচনটা হবে।’

মাহির বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কন্যানগর গ্রামে। তার নানার বাড়ি রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডমালা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়ায়। আলাদা জেলা হলেও নাচোল ও তানোরের ভৌগোলিক অবস্থান পাশাপাশি।

রাজশাহী-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে টানা পঞ্চমবারের মত নৌকার প্রার্থী হয়েছেন বর্তমান সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী। মাহি এবার নৌকার মনোনয়ন চাইলেও তা পাননি।

টিএইচ