রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

শর্তে সাপেক্ষে ধর্ষণের দৃশ্যে অভিনয় করতেন রাবিনা!

নিজস্ব প্রতিবেদক

শর্তে সাপেক্ষে ধর্ষণের দৃশ্যে অভিনয় করতেন রাবিনা!

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাবিনা ট্যান্ডনকে পর্দায় কখনোই ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যায়নি। এমনকি খোলামেলা পোশাকেও কখনও কাজ করেননি তিনি। কিন্তু ধর্ষণের দৃশ্যে কোনো আপত্তি ছিল না তার।

তবে কিছু শর্তের বিনিময়ে ধর্ষণের দৃশ্যে অভিনয় করতেন রাবিনা। আর এ কারণে বহু ছবি হাতাছাড়া হয়েছে এই অভিনেত্রীর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের বেশ কিছু বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। তিনিই বলিউডের একমাত্র অভিনেত্রী যার সঙ্গে শর্ত মেনে কাজ করতে হতো বলে জানান রাবিনা।

আরও পড়ুন: মায়ের মৃত্যুতে আদিলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য রাখির
তিনি বলেন, আমি পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য এবং স্বল্প পোশাকে কাজ করতে একেবারেই স্বাচ্ছন্দ্যবোধ করি না। তবে ধর্ষণের দৃশ্যে এক-দু’বার অভিনয় করেছি। কিন্তু শর্ত থাকত, পর্দায় আমার পোশাক ছেঁড়া হচ্ছে দেখানো যাবে না।

তিনি আরও বলেন, এ কারণে অনেক হিট ছবি থেকে বাদও পড়েছেন তিনি। যার মধ্যে অন্যতম হচ্ছে ‘ডর’। ছোট পোশাকের দৃশ্য থাকায় এই ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলাম আমি। করিশমা কাপুর অভিনীত ‘প্রেম কয়েদি’ ছবির প্রস্তাবও একই কারণে ফিরিয়ে দিয়েছিলেন তিনি।

প্রসঙ্গত, কয়েক দিন আগেই পদ্মশ্রীর সম্মান পেয়েছেন রবিনা। ‘টিপ টিপ বারসা পানি’ গানে অভিনেত্রীর নাচ এখনও ঢেউ তোলে নেটিজেনদের মনে।