বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

সেরা করদাতার তালিকায় যে তারকারা

নিজস্ব প্রতিবেদক

সেরা করদাতার তালিকায় যে তারকারা

২০২১-২২ কর বছরের জন্য সেরা করদাতার তালিকা প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে সেরা করদাতার তালিকায় স্থান পেয়েছে শোবিজ অঙ্গনের অনেকেই। এ তালিকায় রয়েছে মোট ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম।

বুধবার (২১ ডিসেম্বর) ব্যক্তি পর্যায়ে ৭৬, কোম্পানি পর্যায়ে ৫৩ এবং অন্যান্য ক্ষেত্রে ১২টিসহ মোট ১৪১টি ট্যাক্স কার্ড প্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে সংস্থাটি।

এর আগে মঙ্গলবার (২০ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব নুসরাত জাহান নিসু সই করা একটি প্রজ্ঞাপন জারি করে এনবিআর।

এবার অভিনেতা/অভিনেত্রী-গায়ক/গায়িকা ক্যাটাগরিতে সর্বোচ্চ কর দিয়ে সেরা করদাতা নির্বাচিত হয়েছেন পীযুষ বন্দ্যোপাধ্যায়, মাহফুজ আহমেদ ও মেহজাবিন চৌধুরী, কুমার বিশ্বজিৎ ও তাহসান খানে। বিশেষ সম্মাননা ‘ট্যাক্স কার্ড’ তাদের দেওয়া হবে।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ অধিশাখা-২ (কর) এর সিনিয়র সহকারী সচিব নুসরাত জাহান নিসুর সই করা প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) এনবিআরের একটি ঊর্ধ্বতন সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

গত বছর ‘অভিনেতা ও অভিনেত্রী’ শাখায় সেরা করদাতা হয়েছিলেন সুবর্ণা মুস্তাফা, বিদ্যা সিনহা সাহা মিম ও বাবুল আহমেদ।

টিএইচ