বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১
The Daily Post

ভোক্তা অধিকার আইন বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতায় সেমিনার

অর্থনৈতিক প্রতিবেদক

ভোক্তা অধিকার আইন বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতায় সেমিনার

প্রতিটি মানুষই ভোক্তা। এক্ষেত্রে প্রত্যেক ভোক্তাই কিছু অধিকার সংরক্ষণ করে।  ভোক্তা প্রতারণা কমিয়ে আনা এবং  শিক্ষার্থীদের মাঝে এসব বিষয়ে সচেতনতা তৈরীর লক্ষ্যে এবার বিশ্ববিদ্যালয় পর্যায়ে সেমিনারের আয়োজন করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২১ নভেম্বর) আশুলিয়ার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) কনফারেন্স হলে বিশ্ববিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে এই সেমিনারের আয়োজন করা হয়। ডিআইইউ’র ফ্যাকাল্টি অব বিজনেস অ্যান্ড এন্টারপ্রেইনারশিপের ডিন অধ্যাপক ড. মো. মাসুম ইকবালের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান।

সেমিনারে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন দিক বিশেষ করে ভোক্তাদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার বিষয়ে আলোচনা করা হয়। ভোক্তা - অধিকার সংরক্ষণ আইনটি ভোক্তা-অধিকার সংরক্ষণে কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সে বিষয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। আলোচনা পরবর্তী মুক্ত আলোচনা এবং কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনের আয়োজন করা হয়। এসময় অংশগ্রহণকারীদের ভোক্তা অধিকার আইন সম্পর্কে বিভিন্ন প্রশ্নের জবাব দেন অধিদপ্তরের মহাপরিচালক। সেমিনার শেষে শিক্ষার্থীদের ভোক্তা-অধিকার সম্পর্কে সচেতন হয়ে ভোক্তার অধিকার সংরক্ষণে সমন্বিতভাবে কাজ করবে বলে তিনি আশাবাদ ব‍্যক্ত করেন।

অধিদপ্তরের পরিচালক মনজুর মো. শাহরিয়ার’র সঞ্চালনায় সেমিনারে আলোচক হিসেবে অধ‍্যাপক ড. সৈয়দ মিজানুর রহমান বক্তব্য রাখেন। এছাড়া অধিদপ্তরের প্রধান কার্যালয়ের উপপরিচালক ও সহকারী পরিচালক, ডিআইইউ’র শিক্ষক-শিক্ষার্থীরা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


ইএফ