মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

আরও ৩৭ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

আরও ৩৭ জনের করোনা শনাক্ত

দেশে আবারও বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় শনাক্ত হয়েছেন আরও ৩৭জন। 

রোববার (৩ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৪৯৫ টি নমুনা পরীক্ষায় ৩৭জনের করোনা শনাক্ত হয়েছে।পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছয় দশমিক ২২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৮ শতাংশ।

উল্লেখ্য, বাংলাদেশে ৮ মার্চ ২০২০ সালে প্রথম করোনা শনাক্ত হয়। করোনা মহামারির শুরু থেকে এ পর্যন্ত বাংলাদেশে ভাইরাসটিতে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৯১ জনের আর সংক্রমিত হয়েছেন ২০ লাখ ৪৮ হাজার ৫৮৮জন।

টিএইচ