শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

ইউনাইটেড হাসপাতালে ভুল চিকিৎসায় মার্কিন নাগরিকের মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

ইউনাইটেড হাসপাতালে ভুল চিকিৎসায় মার্কিন নাগরিকের মৃত্যুর অভিযোগ

ভুল চিকিৎসা ও অবহেলায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে গালফ এয়ারের পাইলট এবং মার্কিন নাগরিক মোহাম্মদ ইউসুফ হাসান আল হিন্দির মৃত্যুর অভিযোগ করেছে পরিবার।

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন পাইলটের বোন মার্কিন নাগরিক তালা এলহেনদি।

তিনি বলেন, মোহাম্মদ ইউসুফ হাসান আল হিন্দি গালফ এয়ারের একজন পাইলট। তিনি একই সঙ্গে জর্ডান ও যুক্তরাষ্ট্রের ছিলেন। ফ্লাইট নিয়ে বাংলাদেশে আসার পর তিনি অসুস্থ হলে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করানো হয়। আর সেখানে ভুল চিকিৎসা করানো হলে তিনি মারা যান।

জানা যায়, এই বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর বা বিএমডিসিতে কোনো লিখিত অভিযোগ করা হয়নি। তবে তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন। এমনকি গালফ এয়ারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারেন।

উল্লেখ্য, ২০২২ সালের ১৪ ডিসেম্বর ওই পাইলটের মৃত্যু হয়। আর পাইলটের মৃত্যুর ৪৬ দিন পর ভুল চিকিৎসার অভিযোগ তুলে সংবাদ সম্মেলনে করল তার বোন।

টিএইচ