শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। এ নিয়ে টানা তিন দিন ডেঙ্গুতে কোনো মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলেছে, গত এক মাসে ঢাকার হাসপাতাল গুলোতে ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে ৫৯ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত তিন ঢাকার হাসপাতাল গুলোতে যথাক্রমে ৯৮১, ৯৫৪ ও ৯৩৩ ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়।
গড়ে প্রতিদিন ভর্তি হয় ৯৫৪ জন। আগের মাস নভেম্বরের প্রথম তিন দিনে যথাক্রমে ২ হাজার ৩২২ জন, ২ হাজার ৩৩২ জন, ২ হাজার ২৭৬ জন ভর্তি হয়। গড়ে প্রতিদিন ভর্তি রোগী ছিল ২ হাজার ৩১০ জন। সে হিসেবে রোগী কমেছে ৫৮ দশমিক ৭০ শতাংশ।
গত একদিনে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় ৩৫১ জন। নতুন রোগীদের ২০৭ জন ঢাকার এবং অন্যান্য বিভাগের ১৪৪ জন। ঢাকার বাইরে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে চট্টগ্রাম বিভাগের ৬৮ জন। এরপর খুলনা বিভাগের ২১ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে এক হাজার ৭১০ জন। ঢাকার ৫৩ হাসপাতালে ৯৩৩ জন এবং ঢাকার বাইরে ৭৭৭ জন।
চলতি বছরে এ পর্যন্ত ৫৮ হাজার ২০৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। মারা যায় ২৫৪ জন। এর মধ্যে নভেম্বরের ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৯ হাজার ৩৩৪ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ১১৩ জনের। একক মাস হিসেবে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি মৃত্যু হয় নভেম্বরে। আগের মাস অক্টোবরে হাসপাতালে ভর্তি হয় ২১ হাজার ৯৩২ জন। মারা গেছেন ৮৬ জন। এর আগে মাস সেপ্টেম্বরে আক্রান্ত হয় ৯ হাজার ৯১১ জন। মৃত্যু হয় ৩৪ জনের।
টিএইচ