বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

আফগানিস্তানে ভয়াবহ বন্যায় নিহত ৩১

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানে ভয়াবহ বন্যায় নিহত ৩১

আফগানিস্তানে ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় এখন পর্যন্ত ৩১ জন মারা গেছেন। ৪০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছে। এর মধ্যে কাবুল থেকে ৪৬ কিলোমিটার পূর্বে ময়দান ওয়ারদাক প্রদেশের জলরেজ জেলায় ২৬ জনের মৃত্যু হয়েছে।

বৃষ্টিতে শত শত ঘরবাড়ি ভেসে গেছে, যার বেশিরভাগই মাটির তৈরি। কাবুলে আরও চারজন মারা গেছে এবং উভয় জেলায় মোট ৭০ জনের বেশি মানুষ আহত হয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

রোববার (২৩ জুলাই) আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র শফিউল্লাহ রহিমি বলেছেন, গত শুক্রবার পর্যন্ত বন্যায় ৩১ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও অনেকেই। সম্পত্তি ও কৃষি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, জলরেজ জেলার প্রধান দুর্যোগ অঞ্চলে জরুরি ত্রাণ পাঠানো হচ্ছে। যদিও আফগানিস্তান বৃষ্টি প্রবণ দেশ না কিন্তু জলবায়ু পরিবর্তনের মধ্যে ভারী বৃষ্টিপাতে এই ভয়াবহ বন্যা সৃষ্টি করেছে।

দুর্যোগ মন্ত্রণালয়ের মুখপাত্র রাহিমি জানিয়েছেন, শুক্রবার থেকে জলরেজে ৬০৪টি বাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শত শত একর কৃষি জমি ও বাগান ধ্বংস হয়েছে।

টিএইচ