সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

ইরানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

ইরানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত ৩

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত তিনজন নিহত হয়েছেন। ভূমিকম্পে এখন পর্যন্ত ৩ শতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সময় শনিবার (২৮ জানুয়ারি) তুরস্কের সীমান্তবর্তী উত্তর-পশ্চিম ইরানে এই ভূমিকম্প আঘাত হানে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে রোববার (২৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে অবস্থিত খোয় শহরের বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবা প্রধানের বরাত দিয়ে সরকারি বার্তা সংস্থা আইআরএনএ এই সংখ্যা জানিয়েছে।

ইরানের জরুরি পরিষেবার একজন কর্মকর্তা রাষ্ট্রীয় টিভিকে বলেছেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কিছু এলাকায় তুষারপাত হচ্ছে। সেসব এলাকায় হিমাঙ্কের নিচে তাপমাত্রা এবং কিছু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে।

ইরানের জরুরি পরিষেবার মুখপাত্র মোজতবা খালেদি ওয়াইজেসি বলেন, খোয়া শহরের কিছু বাড়ি ও ভবন ধ্বংসের পরিমাণ তুলনামূলকভাবে বেশি।

ভূতাত্ত্বিকভাবে ইরান ভূকম্পন প্রবণ এলাকায় হওয়ায় গত কয়েক বছর ইরানে বেশ কয়েকবার ভূমিকম্প আঘাত হানে।

টিএইচ