সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

ইরানে হামলার সমাপ্তি ঘোষণা করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

ইরানে হামলার সমাপ্তি ঘোষণা করল ইসরায়েল

ইরানে ইসরায়েলের হামলার সমাপ্তি ঘোষণা করেছেন দেশটির প্রতিরক্ষাবাহিনীর (আইডিএফ) মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন এই ইসরায়েলি কর্মকর্তা।

শনিবার (২৬ অক্টোবর) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ।

খবরে বলা হয়েছে, এক ভিডিও বিবৃতিতে আইডিএফ মুখপাত্র বলেন, ‘আমি এখন নিশ্চিত করতে পারি যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে আমরা পাল্টা প্রতিশোধমূলক হামলা শেষ করেছি। হামলার লক্ষ্য সফলভাবে অর্জিত হয়েছে।’

এতে আরও বলা হয়, ‘আমরা ইরানে সামরিক লক্ষ্যবস্তুতে ও সুনির্দিষ্ট স্থানে হামলা চালিয়েছি। ইসরায়েল রাষ্ট্রের তাৎক্ষণিক হুমকিকে ব্যর্থ করে দিয়েছি। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী তার মিশন পূরণ করেছে’।

এর আগে শুক্রবার রাতে ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘ কয়েক মাস ধরে ইরানের হামলার জবাবে, এই মুহূর্তে ইরানের সামরিক স্থাপনাগুলোয় সুনির্দিষ্টভাবে হামলা চালাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।’ ইরানে ইসরায়েলের হামলার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রও।

হামলা সমাপ্তির ঘোষণা দিয়ে আইডিএফ হুঁশিয়ারি দিয়ে বলেছে, ‘ইসরায়েল পুনরায় আক্রান্ত হলে জবাব দিতে বাধ্য থাকবে তেল আবিব।’

‘ইরানের শাসকগোষ্ঠী যদি একটি নতুন করে হামলার ভুল সিদ্ধান্ত নেয়, আমরা প্রতিক্রিয়া জানাতে বাধ্য হব’।

ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র বলেন, ‘আমাদের বার্তা পরিষ্কার: যারা ইসরায়েল রাষ্ট্রকে হুমকি দেয় এবং এই অঞ্চলকে আরও বিস্তৃত উত্তেজনার দিকে টেনে আনতে চায় তাদেরকে চড়া মূল্য দিতে হবে। আমরা আজ প্রমাণ করেছি যে আমাদের সক্ষমতা এবং সিদ্ধান্ত কার্যকর করার সংকল্প উভয়ই আছে। আমরা ইসরায়েল রাষ্ট্র এবং দেশের জনগণকে রক্ষা করার জন্য প্রস্তুত।’

টিএইচ